নয়াদিল্লি: ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় প্রতিশ্রুতিমান ব্যাটসম্যান পৃথ্বী শ-কে আটমাসের জন্য সাসপেন্ড করেছেন বিসিসিআই। ওই পর্বের মেয়াদ কাটিয়ে আরও ধারালো হয়েই ক্রিকেটে ফেরা লক্ষ্য পৃথ্বীর। এজন্য তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিকে রূপোর পদকজয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর সঙ্গে হায়দরাবাদে ট্রেনিং করবেন। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পৃথ্বীর টিম এজন্য খুব শীঘ্রই সিন্ধুর সঙ্গে ট্রেনিংয়ের সময়সূচী চূড়ান্ত করবে। পৃথ্বী প্রশিক্ষণের সময় তাঁর ফুটওয়ার্ক ও ওয়ার্ক এথিক্স নিয়ে কাজ করবেন। সিন্ধু বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয়ের আগে স্ট্রেংথ ট্রেনার শ্রীকান্ত বর্মার সঙ্গে প্রশিক্ষণ নিয়েছিলেন।
পৃথ্বী এখন ক্রিকেট খেলছেন না। কারণ, গত জুলাইতে তাঁকে ৮ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। নিষিদ্ধ সামগ্রী সেবনের ব্যাপারে পৃথ্বীর ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে বোর্ড তাঁর সাজার মেয়াদ কম করেছিল। সেই সাজার মেয়াদ আগামী ১৫ নভেম্বর শেষ হচ্ছে। আগামী মাসেই মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলার মাধ্যমে প্রত্যাবর্তন ঘটবে পৃথ্বীর।
২০১ত-তে ছোটদের ক্রিকেটে ৫৪৬ রান করে প্রচারে আলোয় উঠে এসেছিলেন পৃথ্বী। ২০১৮-তে তাঁর অধিনায়কত্বে ভারতের অনূর্দ্ধ ১৯ দল জুনিয়র বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। গত বছর রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিশেক হয়েছিল পৃথ্বীর।অভিষেক ম্যাচেই শতরান করেছিলেন তিনি। এরপর অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে ভারতীয় দলের সঙ্গে গিয়েছিলেন তিনি। কিন্তু অনুশীলন ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পর সিরিজ থেকে ছিটকে যান তিনি।