ট্রেন্ডিং

প্রীতি জিন্টার সঙ্গে সাক্ষাৎ রাঘব চড্ডার, শ্রেয়স আইয়ার-রিকি পন্টিংকে নিয়ে কী বললেন?

নাটকীয় ম্যাচে লখনউকে হারিয়ে মাঠেই স্ত্রীকে বিশেষ পুরস্কার বিরাট কোহলির, ভিডিও ভাইরাল

বাংলার মাটিতে নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার! জোর জল্পনা

দুটি কিডনিই বিকল, ক্রিকেটারকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন বাংলার কোচ লক্ষ্মীরতন, কী আর্জি?

মান পড়েছে ক্রিকেটের, ময়দানে তোলপাড় ফেলা বিতর্কে প্রতিক্রিয়া আম্পায়ার কমিটির প্রধানের
ইডেনে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, নিয়ম পাল্টে বেনজির কাণ্ড! কাঠগড়ায় আম্পায়ার
পৃথ্বী দেখিয়ে দিয়েছে, ও অন্য ধরনের খেলোয়াড়, বলছেন বিরাট
Continues below advertisement

রাজকোট: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে সহজেই ইনিংসে জয় পাওয়ার পর এই ম্যাচের আবিষ্কার পৃথ্বী শ-র প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি এই তরুণকে অন্য ধরনের খেলোয়াড় বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে বাঁ হাতি অলরাউন্ডার রবীন্দ্র জাডেজারও প্রশংসা করেছেন বিরাট।
আজ তিন দিনেরও কম সময়ে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর ভারতের অধিনায়ক বলেছেন, ‘পৃথ্বী ও জাড্ডুর জন্য খুব ভাল লাগছে। পৃথ্বী প্রথম ম্যাচেই যেভাবে দাপটে ব্যাটিং করেছে, তাতে ও দেখিয়ে দিয়েছে, অন্য ধরনের খেলোয়াড়। সেই কারণেই ওকে এই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে। অধিনায়কের দৃষ্টিকোণ থেকে এটা দারুণ ব্যাপার। জাড্ডুও খুব ভাল খেলেছে। ও এর আগেও দলের জন্য গুরুত্বপূর্ণ রান করেছে। আমরা চাইছিলাম ও তিন অঙ্কের রান করুক। আমাদের বিশ্বাস, ও ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’
এই ম্যাচে স্পিনারদের দাপটে জয় এলেও, দুই পেসার মহম্মদ শামি ও উমেশ যাদবেরও প্রশংসা করেছেন বিরাট। তিনি বলেছেন, ‘প্রথম ইনিংসে উমেশ ও শামি যেভাবে বোলিং করেছে এবং নতুন বলে কয়েকটি উইকেট নিয়েছে, তাতে বিপক্ষের উপর চাপ সৃষ্টি হয়। যে পিচ থেকে কোনওরকম সাহায্য পাওয়া যায়নি, সেখানে উইকেট পেয়েছে শামি।’
Continues below advertisement
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে