আজ তিন দিনেরও কম সময়ে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর ভারতের অধিনায়ক বলেছেন, ‘পৃথ্বী ও জাড্ডুর জন্য খুব ভাল লাগছে। পৃথ্বী প্রথম ম্যাচেই যেভাবে দাপটে ব্যাটিং করেছে, তাতে ও দেখিয়ে দিয়েছে, অন্য ধরনের খেলোয়াড়। সেই কারণেই ওকে এই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে। অধিনায়কের দৃষ্টিকোণ থেকে এটা দারুণ ব্যাপার। জাড্ডুও খুব ভাল খেলেছে। ও এর আগেও দলের জন্য গুরুত্বপূর্ণ রান করেছে। আমরা চাইছিলাম ও তিন অঙ্কের রান করুক। আমাদের বিশ্বাস, ও ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’
এই ম্যাচে স্পিনারদের দাপটে জয় এলেও, দুই পেসার মহম্মদ শামি ও উমেশ যাদবেরও প্রশংসা করেছেন বিরাট। তিনি বলেছেন, ‘প্রথম ইনিংসে উমেশ ও শামি যেভাবে বোলিং করেছে এবং নতুন বলে কয়েকটি উইকেট নিয়েছে, তাতে বিপক্ষের উপর চাপ সৃষ্টি হয়। যে পিচ থেকে কোনওরকম সাহায্য পাওয়া যায়নি, সেখানে উইকেট পেয়েছে শামি।’