এই ম্যাচের প্রথমার্ধের শেষে ১৮-১৫ পয়েন্টে এগিয়েছিল ইউপি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে বেঙ্গল। খেলা শেষ হওয়ার দু’মিনিট আগে ফল হয় ৩৬-৩৬। এরপর দু’পয়েন্টে এগিয়ে যায় বেঙ্গল। কিন্তু শেষ মিনিটে ম্যাচ টাই করে দেয় ইউপি। প্রো কবাডি লিগে বেঙ্গল ওয়ারিয়র্স-ইউপি যোদ্ধার টানটান লড়াই, ম্যাচ টাই
Web Desk, ABP Ananda | 21 Oct 2018 12:57 PM (IST)
পুণে: প্রো কবাডি লিগের ষষ্ঠ মরসুমের খেলা যত এগিয়ে চলেছে, ততই লড়াই জমে উঠছে। ইউপি যোদ্ধার বিরুদ্ধে বেঙ্গল ওয়ারিয়র্সের ম্যাচেও দেখা গেল টানটান লড়াই। শেষপর্যন্ত ম্যাচ ৪০-৪০ পয়েন্টে টাই হয়ে গেল। এই খেলা টাই হয়ে যাওয়ায় তিন ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আপাতত জোন বি-তে দ্বিতীয় স্থানে বেঙ্গল ওয়ারিয়র্স। অন্যদিকে, ইউপি যোদ্ধা পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তিন নম্বরে আছে।