চেন্নাই: প্রো কবাডি লিগে তাদের প্রথম ম্যাচে তামিল থালাইভাসকে হারিয়ে দিল বেঙ্গালুরু বুলস। তারা জিতল ৪৮-৩৭ ফলে। চার ম্যাচে এটি তামিলদের লাগাতার তৃতীয় হার।




চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল হল এই ম্যাচ। প্রথমার্ধ্বের শেষে ২৮-১২-য় এগিয়ে যায় বেঙ্গালুরু টিম। দ্বিতীয়ার্ধ্বেও তাদের প্রভাব কমেনি, ম্যাচ জিতে নেয় ৪৮-৩৭ ফলে। প্রথম ম্যাচে জয় পেলেও তারপর থেকে পরপর হেরেছে তামিল থালাইভাস। ইউপি যোদ্ধার কাছে তারা হেরেছে ৩৭-৩২ ফলে ও তেলুগু টাইটানসদের কাছে ৩৩-২৮ ফলে। অধিনায়ক অজয় ঠাকুরের প্রবল প্রচেষ্টা সত্ত্বেও জয় পায়নি তারা।



এই স্টেডিয়ামেই অন্য ম্যাচে ইউ মুম্বা ৩৯-৩২ ফলে হারাল জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে। জয়পুরের এটা ছিল প্রথম ম্যাচ। গ্যালারিতে ছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন, অভিষেক বচ্চন ও তাঁদের মেয়ে আরাধ্যা। এর আগে ইউ মুম্বা ৩২-৩২ ফলে টাই করে পুনেরি পল্টনের সঙ্গে। গতকাল পুনেরির বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধ্বের শেষে ১৩-১৫-য় পিছিয়ে ছিল তারা। দ্বিতীয়ার্ধ্বে দারুণভাবে ফেরে ম্যাচে, অল আউট গিয়ে জয়পুরকে হারিয়ে দেয়।