নয়াদিল্লি: প্রো কবাডি লিগের একাদশতম ম্যাচে হরিয়ানা স্টিলার্স ৩২-২৫ ফলে হারিয়ে দিল গুজরাট ফরচুন জায়ান্টসকে। এর আগে হরিয়ানা তাদের একটি ম্যাচে হেরে যায় কিন্তু এই ম্যাচে দুর্দান্তভাবে টুর্নামেন্টে ফিরল তারা।
ম্যাচ হয় হরিয়ানার সোনেপতের মোতিলাল নেহরু স্কুল অফ স্পোর্টসে, লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। দুটি ম্যাচ এখনও পর্যন্ত খেলেছে গুজরাত, এটিই তাদের প্রথম হার। দাবাং দিল্লির সঙ্গে প্রথম ম্যাচ তারা টাই করে ৩২-৩২ ফলে। প্রথমার্ধ্বে অবশ্য গুজরাতের পারফরম্যান্স ততটা ভাল ছিল না, এগিয়ে যায় হরিয়ানা। হরিয়ানার অধিনায়ক কুলদীপ সিংহ ও মোনু গোয়াত ৭ পয়েন্ট করে তোলেন। এছাড়া নবীন পান ৬ ও সুনীল ৩ পয়েন্ট।
গত সিজনে ফাইনালো পৌঁছনো গুজরাট ফরচুন জায়ান্টস দ্বিতীয়ার্ধ্বে ম্যাচে ফেরে। চোট সত্ত্বেও প্রাপঞ্জন পান ৯ পয়েন্ট, সচিন ৮ ও সুনীল কুমার ৫। তারা দ্বিতীয় রিভিউ নেয় কিন্তু বোনাস পয়েন্ট পায়নি। তবে ১ পয়েন্ট পাওয়ায় হরিয়াবনাকে পিছনে ফেলে এগিয়ে যায় তারা। কিন্তু ফের এগিয়ে যায় হরিয়ানা, শেষমেষ ম্যাচ জিতে যায় ৭ পয়েন্টে।
প্রো কবাডি লিগ- হরিয়ানা স্টিলার্স ৭ পয়েন্টে হারাল গুজরাত ফরচুন জায়ান্টসকে
ABP Ananda, Web Desk
Updated at:
13 Oct 2018 11:21 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -