আমদাবাদ: চলছে প্রো কবাডি লিগ। বিভিন্ন দল একে অপরের মোকাবিলা করছে। প্রতিটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। আপাতত ১৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে জোন এ-র শীর্ষে ইউ মুম্বা। ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে জোন বি-র শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন পটনা পাইরেটস। পিছিয়ে নেই বেঙ্গল ওয়ারিয়র্সও। কলকাতার দলটির ৯ ম্যাচে ২৭ পয়েন্ট। ফলে ভাল জায়গাতেই আছে বেঙ্গল।
গতকাল অধিনায়ক প্রদীপ নরওয়ালের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে দাবাঙ্গ দিল্লিকে হারিয়ে দিয়েছে পটনা। ম্যাচের ফল ৩৮-৩৫। প্রদীপ ১৬ রেইড পয়েন্ট অর্জন করেন। তাঁর সতীর্থ মনজিৎ ৮ পয়েন্ট অর্জন করেন। এর ফলেই চলতি মরসুমে ষষ্ঠ জয় পেল পটনা। দিল্লির হয়ে নবীন কুমার ১৫ পয়েন্ট অর্জন করলেও, এই মরসুমে দিল্লির পঞ্চম হার বাঁচাতে পারলেন না।
তামিল থসাইভাস ও হরিয়ানা স্টিলার্সের ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাই হয়ে গিয়েছে। ম্যাচের ফল ৩২-৩২। তামিল থলাইভাসের হয়ে সুকেশ হেগড়ে ৭ পয়েন্ট, অজয় ঠাকুর ৬ পয়েন্ট ও মনজিৎ চিল্লার ৪ পয়েন্ট অর্জন করেন। হরিয়ানার হয়ে বিকাশ কান্দোলা ১৪ পয়েন্ট অর্জন করেন।
প্রো-কবাডি লিগ ২০১৮: দাবাঙ্গ দিল্লিকে হারিয়ে জোন বি-র শীর্ষে গতবারের চ্যাম্পিয়ন পটনা পাইরেটস, জোন এ-তে সবার উপরে ইউ মুম্বা
Web Desk, ABP Ananda
Updated at:
16 Nov 2018 06:59 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -