নয়াদিল্লি: হরমনপ্রীত সিংহের (Harmanpreet Singh) জোড়া গোলে ভর করে ভারত ৫-১ ব্যবধানে উড়িয়ে দিল শক্তিশালী বেলজিয়ামকে। গত ২৬ মে এই বেলজিয়ামের কাছে ১-২ গোলে হারতে হয়েছিল ভারতকে। ২৭ মে গ্রেট ব্রিটেনের কাছে ২-৪ গোলে পরাজিত হন হরমনপ্রীত সিংহরা। জোড়া হারের ধাক্কা সামলে এবার বেলজিয়ামের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিল ভারত।
বৃহস্পতিবার পাকিস্তানকে হারিয়ে ভারতের জুনিয়র হকি দল চতুর্থবারের জন্য এশিয়া কাপের খেতাব ঘরে তুলেছে। সেই রেশ কাটার আগেই শুক্রবার ভারতের সিনিয়র হকি দল অলিম্পিক্স চ্যাম্পিয়ন বেলজিয়ামকে বিধ্বস্ত করে এফআইএইচ প্রো লিগে।
শনিবার গ্রেট ব্রিটেনের মুখোমুখি হবে ভারতীয় হকি দল। ব্রিটেনকে হারিয়ে গত সপ্তাহের হারের বদলা নিতে চাইবেন হরমনপ্রীতরা।
শুক্রবার ম্যাচের একেবারে শুরুতেই বিবেক সাগর প্রসাদের গোলে ১-০ এগিয়ে যায় ভারত। ম্যাচের ২ মিনিয়ের মাথায় বেলজিয়ামের জালে বল জড়ান বিবেক। প্রথম কোয়ার্টারে আর কোনও গোল হয়নি। দ্বিতীয় কোয়ার্টারে ভারত তিনটি গোল করে। ২১ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীত সিংহের গোলে ২-০ করে ভারত। ২৯ মিনিটের মাথায় অমিত রোহিদাসের ফিল্ড গোলে ৩-০ এগিয়ে যায় ভারতীয় দল। ৩০ মিনিটের মাথায় ফের পেনাল্টি কর্ণার থেকে গোল করেন হরমনপ্রীত। হাফ টাইমের বিরতিতে ভারত ৪-০ গোলে এগিয়ে ছিল।
ম্যাচের তৃতীয় কোয়ার্টার কোনও দলই গোল করতে পারেনি। ম্যাচের চতুর্থ তথা শেষ কোয়ার্টারে দুই দল ১টি করে গোল করে। ৪৬ মিনিটের মাথায় উইলিয়ামের ফিল্ড গোলে ব্যবধান কমিয়ে ৪-১ করে অলিম্পিক্স চ্যাম্পিয়ন বেলজিয়াম। ম্য়াচের একেবারে শেষ মিনিটে অর্থাৎ ৬০ মিনিটের মাথায় দিলপ্রিত সিংহের ফিল্ড গোলে ৫-১ করে ভারত।