গোল্ড কোস্ট: ভারতীয় হকি দলের শেষদিকে গোল হজম করার বদভ্যাস বহুদিনের। আজ কমনওয়েলথ গেমসে পাকিস্তানের বিরুদ্ধেও সেভাবেই খেলা শেষ হওয়ার সাত সেকেন্ড আগে গোল খেয়ে নিশ্চিত জয় হাতছাড়া করল ভারতীয় দল। ম্যাচ শেষ হল ২-২ গোলে।
ম্যাচের শুরুটা দেখে মনেই হয়নি ভারতীয় দল জয় পাবে না। প্রথম দেখেই ভারতের দাপট ছিল। ১৩ মিনিটেই প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন দিলপ্রীত সিংহ। ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোল করেন হরমনপ্রীত সিংহ। দু’গোলে পিছিয়ে পড়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করে পাকিস্তান। ৩৮ মিনিটে গোল করে ব্যবধান কমান মহম্মদ ইরফান জুনিয়র। শেষ ১৫ মিনিটে তিনটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় পাকিস্তান। এই সময় ভারতের গোলরক্ষক শ্রীজেশ দুর্দান্ত কয়েকটি সেভ করেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ম্যাচের শেষ পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান মুবাশার আলি।
ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার রুপিন্দর পাল সিংহ বলেছেন, ‘আমরা নিজেদের পারফরম্যান্সে খুশি নই। আমরা এই ম্যাচটা জিততে চেয়েছিলাম। খেলার ফলে আমরা হতাশ।’
শেষমুহূর্তে গোল হজম, কমনওয়েলথ গেমস হকিতে পাকিস্তানের সঙ্গে ড্র ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
07 Apr 2018 03:50 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -