ইসলামাবাদ: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চতুর্থ মরসুমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন। এই রহস্যময় স্পিনার উইকেট নেওয়ার পাশাপাশি ঝোড়ো ব্যাটিংও করতে পারেন। সেই কারণে সারা বিশ্বের টি-২০ লিগগুলিতে তাঁর চাহিদা আকাশছোঁয়া। তাঁকে পেয়ে লাভবান হবে বলেই মনে করছে কোয়েটা।


পিএসএল-এর দ্বিতীয় মরসুমে লাহৌর কালান্দরসে যোগ দেন নারিন। তিনি ২০.৬৫ গড়ে ২০ উইকেট নেন। করাচি কিংসের বিরুদ্ধে সুপার ওভারে লাহৌরকে জয় এনে দেন এই স্পিনার। তাঁর পাশাপাশি উমর আকমলকেও দলে নিল কোয়েটা।



এক বিবৃতিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কর্ণধার নাদিম ওমর বলেছেন, ‘পিএসএল-এর চতুর্থ মরসুমের আগে গ্ল্যাডিয়েটর্স দলে সুনীল নারিন ও উমর আকমলের মতো দুই বিশ্বমানের খেলোয়াড় যুক্ত হচ্ছেন। সুনীল নারিন বলের জাদুকর। তিনি টি-২০ ক্রিকেটে অন্যতম ম্যাচ উইনার। উমর আকমল পাকিস্তানের অন্যতম বিস্ফোরক ব্যাটসম্যান। তিনি আমাদের ব্যাটিংয়ের শক্তি বাড়াবেন।’