গ্রেটার নয়ডা: চেতেশ্বর পূজারার ১৬৬, ময়ঙ্ক অগ্রবালের ১৬১ এবং শেলডন জ্যাকসনের ১০৫ রানের সুবাদে দলীপ ট্রফিতে ইন্ডিয়া গ্রিন-এর বিরুদ্ধে ৭০৭ রানের পাহাড়প্রমাণ স্কোর খাড়া করল ইন্ডিয়া ব্লু। অধিনায়ক গৌতম গম্ভীর (৯০) অল্পের জন্য শতরান হাতছাড়া করেছেন।

 

ইন্ডিয়া রেড ইতিমধ্যেই নতুন ফর্ম্যাটের দলীপ ট্রফির ফাইনালে পৌঁছে গিয়েছে। ফলে ইন্ডিয়া ব্লু ও ইন্ডিয়া গ্রিন-এর এই ম্যাচটি কার্যত সেমি-ফাইনালে পরিণত হয়েছে। যে দল জিতবে, তারাই ফাইনালে পৌঁছে যাবে। বিশাল স্কোর করে সেই লড়াইয়ে অনেকটা এগিয়ে গেল ইন্ডিয়া ব্লু।

 

এই ইনিংস প্রসঙ্গে পূজারা বলেছেন, ‘শেষপর্যন্ত ক্রিজে থাকতে না পেরে আমি হতাশ। ফ্লাডলাইটে গোলাপী বলের সিম এবং গুগলি দেখতে সমস্যা হচ্ছিল।’

 

এই প্রথম গোলাপী বলে দিন-রাতের ম্যাচ খেললেন পূজারা। তাঁর মতে, তৃতীয় সেশনে নতুন বলে পেসাররা স্যুইং ও গতি পাচ্ছিলেন। সেই সময় ব্যাট করতে সমস্যা হচ্ছিল। তবে তিনি ব্যাটিং উপভোগ করেছেন।