নয়াদিল্লি: অস্ট্রেলিয়ায় চলতি টেস্ট সিরিজে দুর্দান্ত খেলছেন চেতেশ্বর পূজারা। এখনও পর্যন্ত সাত ইনিংসে তিনটি শতরান সহ ৭৪.৪২ গড়ে ৫২১ রান করেছেন ভারতীয় দলের তিন নম্বর ব্যাটসম্যান। এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বিসিসিআই-এর চুক্তিতে উন্নতি হতে পারে তাঁর। এ ক্যাটাগরি থেকে তিনি এ প্লাস ক্যাটাগরিতে জায়গা পেতে পারেন।
বিসিসিআই সূত্রে খবর, পূজারার বিষয়ে প্রধান নির্বাচক এম এস কে প্রসাদ, অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাই। এই প্রসঙ্গে বিসিসিআই-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেছেন, ‘পূজারার অসামান্য পারফরম্যান্সের স্বীকৃতি প্রাপ্য। নিয়ম শিথিল করে সব ফর্ম্যাটে যারা খেলে না তাদেরও এ প্লাস ক্যাটাগরিতে রাখা যায় কি না, সে বিষয়ে প্রধান নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবেন প্রশাসক কমিটির প্রধান। পূজারাকে এ প্লাস ক্যাটাগরিতে রাখা হলে তরুণদের কাছে বার্তা যাবে, টেস্ট ক্রিকেটের পারফরম্যান্সকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।’
অস্ট্রেলিয়ায় অসাধারণ পারফরম্যান্সের জের, বিসিসিআই-এর চুক্তিতে উন্নতি হতে পারে পূজারার
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jan 2019 07:15 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -