চ্যাংঝু: অঘটন! চায়না ওপেনে বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় শাটলার পুসারলা ভেঙ্কটা সিন্ধুর হার। প্রি-কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের শাটলারের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন সিন্ধু। অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা থাই প্রতিযোগীর কাছে হারলেন ১২-২১, ২১-১৩, ২১-১৯ ব্যবধানে। ৫৮ মিনিটেই সিন্ধুকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের রাস্তা পাকা করেছেন থাই শাটলার পর্নপোই চোচুওয়ং।
হার হয়েছে ডাবলস স্পেশ্যালিস্ট সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডিরও। পুরুষদের প্রি-কোয়ার্টার ফাইনালে সাত্ত্বিক ও চিরাগ (শেট্টি) জুটি হেরে যায় জাপানি জুটির কাছে। ৩৩ মিনিটের খেলায় ভারতীয় শাটলারদের হার হয় ১৯-২১, ৮-২১ গেম-এ।
সিঙ্গলস, ডাবলসই নয় চায়না ওপেনে মিক্সড ডাবলসেও জাপানি জুটির কাছে হারেন সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং অশ্বিনী পুনাপ্পাও। ১১-২১, ২১-১৬, ১২-২১ ব্যবধানে হার হয় সাত্ত্বিক-অশ্বিনী জুটি।