PV Sindhu: সিন্ধু পরিবারে বিয়ের সানাই, জোড়া অল্পিম্পিক্স পদকজয়ীর হবু স্বামীর রয়েছে IPL-যোগ

PV Sindhu Husband Venkata Datta Sai: আইআইটি বেঙ্গালুুরু থেকে বেঙ্কট দত্ত সাঈ ডেটা সাইন্স ও মেশি লার্নিংয়ে মাস্টার্স ডিগ্রি করেছেন।

Continues below advertisement

নয়াদিল্লি: সদ্যই সৈয়দ মোদি আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতে খেতাবের খরা কাটিয়েছেন তিনি। এবার বিয়ের পিঁড়িতে বসছেন পিভি সিন্ধু (PV Sindhu)। এই মাসেই উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী। পাত্রের সঙ্গে আবার আইপিএল যোগও রয়েছে কিন্তু।

Continues below advertisement

পিভি সিন্ধু হায়দরাবাদেরই ব্যবসায়ী বেঙ্কট দত্ত সাঈয়ের (Venkata Datta Sai) সঙ্গে বিয়ে করতে চলেছেন। আসন্ন ২২ ডিসেম্বর চার হাত এক হওয়ার কথা। বিয়ের সমস্ত অনুষ্ঠান অবশ্য ২০ ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাওয়ার কথা। তা চলবে ২৪ তারিখ পর্যন্ত। হায়দরাবাদে হবে সিন্ধু ও বেঙ্কটের রিসেপসন। সদ্যই খেতাবের খরা কাটার পরেই সিন্ধু পরিবারের তরফে এই আনন্দের খবর দেওয়া হয়। সিন্ধুর বাবা পিভি রমনের দাবি অনুযায়ী জানুয়ারি মাস থেকে তারকা শাটলারের ঠাসা সূচি। সেই কথা মাথায় রেখেই ডিসেম্বরেই তাঁর বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। 

সিন্ধুর বাবা জানান, 'দুই পরিবারের তরফেই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে কারণ এটা ছাড়া আর কোনও সময় ফাঁকাই পাওয়া যাচ্ছিল না। কোনও বিকল্প ছিল না। সিন্ধু এই সমস্ত আচার অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেই আবার অনুশীলন শুরু করে দেবে কারণ পরের মরশুমটা ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।' 

সিন্ধুর হবু স্বামীর ঝকঝকে সিভি রয়েছে। তিনি বর্তমানে পসিডেক্স টেকনোলজির এক্সিকিউটিভ ডিরেক্টরের পদে রয়েছেন। হায়দরাবাদের এই সংস্থা ডেটা ম্যানেজমেন্ট ও অ্যানালিটিক্স সলিশনের ওপর কাজ করে। আইআইটি বেঙ্গালুুরু থেকে বেঙ্কট ডেটা সাইন্স ও মেশি লার্নিংয়ে নিজের মাস্টার্স ডিগ্রি করেছেন। তাঁর পেশাদার কেরিয়ারের শুরুটা জেএসডব্লু থেকে গ্রীষ্মকালীন ইনটার্ন ও ইন-হাউস পরামর্শদাতা হিসাবে। নিজের পোফ্রাইলে বেঙ্কট নিজেই তাঁর আইপিএল যোগ সম্পর্কে জানিয়েছেন। এই সময়েই দলগঠন ও ম্যানেজমেন্ট সম্পর্কে তাঁর বিস্তর ধারণা হয় বলেই স্বীকার করেছেন বেঙ্কট। তবে তাঁর Linkedin পোফ্রাইলে অবশ্য তিনি ঠিক কোন আইপিএল দলের সঙ্গে কাজ করেছেন, সেই বিষয়ে কোনও তথ্য নেই।

দুই ভিন্ন ক্ষেত্রের দুই সফল ব্যক্তিত্বের এক হওয়ার খবরে সোশ্যাল মিডিয়ায় কিন্তু দুইজনকে শুভেচ্ছায় ভাসানো হচ্ছে। সিন্ধু-অনুরাগীরা তাঁকে কনের সাজে দেখবেন বলে অনেকেই কিন্তু অপেক্ষাও করে রয়েছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বিশ্বরেকর্ড ভাঙবে, কথা দিয়েছিল কোচকে, IPL- এ ইতিহাসগড়া বৈভবের ধ্যান-জ্ঞান ব্যাটিং আর চিকেন! 

Continues below advertisement
Sponsored Links by Taboola