হায়দরাবাদ: রিও অলিম্পিকে ব্যাডমিন্টনের সিঙ্গলসে রুপো জয়ী পিভি সিন্ধু এখন সাফল্যের সাগরে ভাসছেন। সম্প্রতি এই ব্যাডমিন্টন তারকা জনপ্রিয় স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থা বেসলাইন-এর সঙ্গে তিন বছরের জন্যে ৫০ কোটি টাকার একটি চুক্তি সই করেছেন। প্রসঙ্গত, ক্রিকেটের সঙ্গে যুক্ত নয় ভারতের মাটিতে একজন ক্রীড়াবিদ হিসেবে এই প্রথম সিন্ধুই এত বেশি টাকা মূল্যের চুক্তি সই করলেন।
সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং সহ-প্রতিষ্ঠাতা তুহিন মিশ্র জানিয়েছেন, একজন ব্যাডমিন্টন তারকা হিসেবে সিন্ধু সবচেয়ে শ্রেষ্ঠ চুক্তিটিই সই করেছেন।
তিনি আরও জানিয়েছেন, সম্প্রতি সিন্ধুর সাফল্য বহু স্পোর্টস সংস্থার নজর কেড়েছে। আগামী তিন বছর বিজ্ঞাপন জগৎ সবচেয়ে বেশি ব্যবহার করবে ক্রীড়া দুনিয়ার নয়া এই তারকাকে, মন্তব্য সংস্থার এমডি-র। শুধু তাই নয়, এই সাফল্য অর্জনের পরও তিনি যেভাবে তাঁর মূল্যবোধকে ধরে রেখেছেন, তা যথেষ্ট প্রশংসনীয়। তাই সিন্ধুর এই বৈশিষ্ট্যগুলোই তাঁকে আগামীদিনে সবচেয়ে বেশি বিজ্ঞাপন এনে দেবে। সিন্ধুর সেই বিজ্ঞাপনী চুক্তিগুলোই সামলাবে এই স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থা।
বেসলাইন-এর পক্ষ থেকে জানানো হয়েছে এইমুহূর্তে ১৬টি সংস্থা সিন্ধুর সঙ্গে চুক্তিবদ্ধ হতে আগ্রহী। এবং ন’টি সংস্থার সঙ্গে চুক্তি একেবারে চূড়ান্ত হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে।
তবে সিন্ধুর কোচ যেহেতু ব্যাডমিন্টন তারকাকে যেকোনও কোলা ব্র্যান্ডের হয়ে প্রচার করতে বারণ করেছেন, তাই সিন্ধুর সিদ্ধান্ত তিনি এধরনের কোনও ব্র্যান্ডের হয়ে প্রচার করবেন না।
অলিম্পিকে রুপো, পিভি সিন্ধুর ৫০ কোটির চুক্তি সই স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Sep 2016 11:07 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -