নয়াদিল্লি: অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপে ভারতের দাপট অব্যাহত। গ্রুপ বি-র ম্যাচে জিম্বাবোয়েকে ১০ উইকেটে বিধ্বস্ত করল ভারত। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউ গিনিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছ গিয়েছিল ভারত।এদিনের ম্যাচে আধিপত্য বজায় রেখে সেরা দল হিসেবে গ্রুপ বি-র অভিযান শেষ করল টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়ন ভারতের যুব দল।
গ্রুপের খেলায় পাপুয়া নিউ গিনির পর জিম্বাবোয়েকেও ১০ উইকেটে হারাল ভারত। তার আগে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০০ রানে পর্যুদস্ত করেছিল তারা। ২০০৮-এর যুব বিশ্বকাপে পরপর দুটি ম্যাচে ১০ উইকেটে জয়ী হয়েছিল ইংল্যান্ড। সেই রেকর্ড ধরে ফেলল ভারত। কোয়ার্টার ফাইনালে সম্ভবত বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
এদিনের ম্যাচে বাঁহাতি স্পিনার অনুকূল রায় (২০ রানে ৪ উইকেটে) এবং অভিষেক শর্মা (২২ রানে ২ উইকেট)-র দাপটে ৪৮.১ ওভারে মাত্র ১৫৪ রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। একটা সময় জিম্বাবোয়ের রান ছিল ৩ উইকেটে ১১০। সেখান থেকে আর মাত্র ৪৪ রানে বাকি ছয়টি উইকেট হারায় তারা।
কোচ রাহুল দ্রাবিড়ের দল এই স্বল্প রানের লক্ষ্যে মাত্র ২১.৪ ওভারেই পৌঁছে যায়। হার্ভিক দেশাই (৭৩ বলে ৫৬ অপরাজিত) এবং শুবমান গিল (৫৯ বলে ৯০ অপরাজিত) ভারতকে ১০ উইকেটে জয় এনে দেন।
ম্যাচের শেষে বোলার ও ব্যাটসম্যানদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অধিনায়ক পৃথ্বী শ। এভাবেই জয়ের ধারা ধরে রাখতে দল বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তিনি।
অন্য ব্যাটসম্যানদের সুযোগ দিতে এদিন আর ওপেন করেননি পৃথ্বী।