বাংলাদেশের বিরুদ্ধে পরের দু’টি ম্যাচে ভাল ব্যাটিং করতে না পারলে ধবনকে নিয়ে প্রশ্ন উঠবে, মত গাওস্করের
Web Desk, ABP Ananda | 05 Nov 2019 04:10 PM (IST)
রবিবার ৪২ বলে ৪১ রান করেন ধবন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও তিনি যথাক্রমে ৩৬ ও ৪০ রান করেন।
নয়াদিল্লি: বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলের বাঁ হাতি ওপেনার শিখর ধবনের পারফরম্যান্সে একেবারেই খুশি নন সুনীল গাওস্কর। এই কিংবদন্তীর মতে, ‘পরের দু’টি ম্যাচে ভাল ব্যাটিং করতে না পারলে শিখর ধবনকে নিয়ে প্রশ্ন উঠবে। ও যদি ৪০-৪৫ বল খেলে সমসংখ্যক রান করে, তাহলে দলের কোনও লাভ হবে না। ওকে এটা নিয়ে ভাবতে হবে। বেশ কিছুদিন মাঠের বাইরে থাকার পর দলে ফিরলে খেলোয়াড়দের ছন্দ ফিরে পেতে সময় লাগে।’ রবিবার ৪২ বলে ৪১ রান করেন ধবন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও তিনি যথাক্রমে ৩৬ ও ৪০ রান করেন। এমনকী, বিজয় হজারে ট্রফিতেও ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি এই বাঁ হাতি ব্যাটসম্যান। তিনি সাত ইনিংসে মাত্র একটি অর্ধশতরান করেন। চোট সারিয়ে মাঠে ফেরার পর থেকেই ভাল ফর্মে নেই তিনি। রবিবারের ম্যাচের পর অনেক ক্রিকেটপ্রেমীই তাঁকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। এবার গাওস্করও তাঁকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন।