বেঙ্গালুরু: স্পিনার হিসাবে তিনি ক্রিকেট বিশ্বে নতুন এক উচ্চতা স্পর্শ করেছেন। সদ্য ভেঙে দিয়েছেন রিচার্ড হ্যাডলি, রঙ্গনা হেরাথ ও কপিল দেবের (Kapil Dev) রেকর্ড। সেই আর অশ্বিনের (R Ashwin) নাকি স্পিনার হওয়ার কথাই ছিল না! তিনি নিজে নাকি স্বপ্ন দেখতেন কপিল দেবের মতো পেসার হবেন!


কপিল দেবের রেকর্ড ভাঙার পর নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন 'আমি গর্ব অনুভব করছি। ২৮ বছর আগে আমি কপিল পাজির হয়ে গলা ফাটাতাম। বাবার পাশে বসে তাঁকে সমর্থন করতাম। দেখেছি কপিল পাজিকে কীভাবে রিচার্ড হ্যাডলির রেকর্ডকে টপকে গিয়েছিলেন। আমি স্বপ্নেও ভাবিনি যে, ওঁকে টপকে যাব। কপিল দেব স্বয়ং ক্রিকেট বলের অসাধারণ শিল্পী ছিলেন। সত্যি বলতে আমি বাবার পরামর্শে সেই সময় মিডিয়াম পেসার হতে চেয়েছিলাম। আমার ইচ্ছা ছিল পরবর্তীতে কপিল পাজি হয়ে ওঠা।'


সেই কপিলই আবার তাঁর রেকর্ড ভাঙায় অভিনন্দন জানিয়েছেন অশ্বিনকে। সঙ্গে পাঠিয়েছেন উপহারও। বুধবার, ভারতীয় ক্রিকেট বোর্ডের আপলোড করা এক ভিডিয়োয় অশ্বিন বলেন, ''ভীষণ মিষ্টি একটা মানুষ কপিল পাজি। আমাকে বোকে পাঠিয়েছিলেন প্রথম টেস্টের পর। আবার নিজে হাতে লেখা একটি চিঠিও পাঠিয়ে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমি সত্যিই অভিভূত।''


যত কাণ্ড বাইশ গজে, ম্যাচ রেফারির রিপোর্ট জমা পড়ল পাকিস্তান ক্রিকেট বোর্ডে


এখন টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী অশ্বিন। টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন অনিল কুম্বলে (Anil Kumble)। তিনি ১৩২ টেস্টে ৬১৯ উইকেট নিয়েছেন। মোহালি টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে পথুম নিশাঙ্কার উইকেট নিয়ে কপিলকে স্পর্শ করেন অশ্বিন। এরপর দিনের তৃতীয় সেশনে আসালাঙ্কাকে আউট করে কপিলকে টপকে যান এই অফস্পিনার। এই টেস্টের প্রথম ইনিংসে ৪৯ রান দিয়ে ২ উইকেট নেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে তিনি ৪৭ রান দিয়ে ৪ উইকেট নিলেন। এই টেস্টের পর তাঁর উইকেট সংখ্যা হল ৪৩৬।