নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি অপরিণত। তিনি কোনও কটূ মন্তব্য সহ্য করতে পারেন না। কেউ তাঁকে উদ্দেশ্য করে কিছু বললেই রেগে যান। এমনই দাবি করলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা।
এবারের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন রাবাডা। একটি ম্যাচে তাঁর সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাটের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সেই ঘটনার বিষয়ে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাবাডা বলেছেন, ‘আমি শুধু খেলা নিয়ে পরিকল্পনার কথাই ভাবছিলাম। বিরাট আমার বলে বাউন্ডারি মারার পর কিছু একটা বলে। এরপর আমি পাল্টা মন্তব্য করতেই ও রেগে যায়। আমি ওকে বুঝতে পারি না। ও দুর্দান্ত খেলোয়াড়, কিন্তু গালি সহ্য করতে পারে না। আমার মনে হয় ও অপরিণত।’
ওই ঘটনা প্রসঙ্গে রাবাডা আরও বলেছেন, ‘সেদিন বাসে করে হোটেলে ফেরার সময় আমি নিজেকে প্রশ্ন করছিলাম, কোহলি সবসময় রেগে আছে বলে মনে হয়। ও কি সত্যিই রেগে থাকে? তারপর আমি ভাবলাম, কোন ঘটনা ঘটলে আমি সত্যিই রেগে যাব? খুব কম সময়ই আমি রেগে যাই। রেগে গেলেই কি ও ভাল খেলে? আমি সেটা করতে পারব না।’
বিরাটকে অপরিণত বলে মন্তব্য করলেও, তাঁকেই বিশ্বের সেরা ক্রিকেটার বলে মেনে নিয়েছেন রাবাডা। তিনি ২০১৮ সালে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটারের লড়াইয়ে বিরাটের কাছে হেরে গেলেও, তাতে অখুশি নন। বরং এটাকে সম্মানের বলেই মনে করছেন।
বিরাট অপরিণত, কটূ মন্তব্য সহ্য করতে পারে না, দাবি রাবাডার
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jun 2019 11:21 PM (IST)
এবারের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন রাবাডা। একটি ম্যাচে তাঁর সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাটের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -