ওয়েলিংটন: ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup 2023) দুর্দান্ত ফর্মে ছিলেন। যার সুবাদে আইপিএলে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) তাঁকে দলে নিয়ে নিয়েছে আসন্ন আইপিএলের (IPL 2024) জন্য। দেশের জার্সিতেও ধারাবাহিক পারফর্ম করে চলেছেন। এবার দেশের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে স্যার রিচার্ড হ্যাডলি পদক জিতলেন রাচিন রবীন্দ্র (Rachin Ravndra)। মাত্র ২৪ বছর বয়সেই নিউজিল্যান্ড জাতীয় দলে সাদা ও লাল বলের ফর্ম্য়াটে নিজেকে ক্রমেই ধারাবাহিক করে তুলেছেন তরুণ এই ক্রিকেটার।
২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের জার্সিতে মোট ৫৭৮ রান করেছিলেন রাচিন রবীন্দ্র। মোট তিনটি সেঞ্চুরি ও ২টো অর্ধশতরান ছিল তাঁর ঝুলিতে। বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। টুর্নামেন্টের প্রথম ম্য়াচে ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে অপরাজিত ১২৩ রানের ইনিংস খেলেছিলেন রবীন্দ্র। বিশ্বকাপের ইমার্জিং প্লেয়ারও নির্বাচিত হয়েছিলেন এই বাঁহাতি ক্রিকেটার।
টেস্টেও নিজের জাত চিনিয়েছেন রাচিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৪০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তাঁর পারফরম্য়ান্সের সুবাদেই মূলত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবার টেস্ট সিরিজ জিতে নেয় কিউয়ি ব্রিগেড। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৫ বলে ৬৮ রানের ইনিংসও খেলেছেন রাচিন। কেন উইলিয়ামসন টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। টেস্ট ফর্ম্য়াটে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন প্রাক্তন কিউয়ি অধিনায়ক।
স্যার রিচার্ড হেডলি পদক মূলত নিউজিল্যান্ডের বর্ষসেরা প্লেয়ারকে দেওয়া হয়। ২০২১ সালের নভেম্বরে প্রথমবার ব্ল্যাক ক্যাপসের জার্সি গায়ে তুলেছিলেন রাচিন রবীন্দ্র। যদিও গত বছর বিশ্বকাপের পর বেশি করে লাইমলাইটে উঠে আসেন।
রচিনের বাবা দুই ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের নামানুসারে তার নাম রাখেন। রাচিন নিউজিল্যান্ডের ওয়েলিংটনে একটি ভারতীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তবে তার পরিবার মূলত ব্যাঙ্গালোর থেকে। রাচিন দেশের জার্সিতে অনূর্ধ্ব ১৯ দলে যোগ দিয়েছিলেন। এরপর ২০১৬ ও ২০১৮ সালে যুব বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন। টেস্টে অভিষেকের আগে ৬টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছিলেন রাচিন। আইপিএলের নিলামে রাচিনকে নিয়ে অনেক ফ্র্যাঞ্চাইজিই টানাটানি করছিল। কিন্তু শেষ পর্যন্ত ধোনির নেতৃত্বে সিএসকে শিবিরেই খেলার সুযোগ পেয়েছেন তিনি। আপাতত যা সম্ভাবনা তাতে, প্রথম একাদশে খেলতে পারেন রাচিন।
আগামী ২২ মার্চ আইপিএল শুরু হতে চলেছে। টুর্নামেন্টের প্রথম ম্য়াচেই ঘরের মাঠে পি চিদাম্বরম স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে নামতে চলেছে ধোনির দল।