Job News:  পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হবে ২০২৪ সালে। এসে গেল নতুন চাকরির সুযোগ। রাজ্য সরকারের অর্থপোষিত সমস্ত কলেজে লাইব্রেরিয়ান পদে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। অনলাইন আবেদন চালু হয়ে গিয়েছে। আপনিও যদি এই পদে কাজ (WBCSC Recruitment 2024) করতে আগ্রহী হন, তাহলে দেখে নিন কী কী যোগ্যতা থাকা চাই, কীভাবেই বা আবেদন করবেন।


কতগুলি শূন্যপদ


পশ্চিমবঙ্গের কলেজ সার্ভিস কমিশনের অধীনে রাজ্যের বিভিন্ন সরকারি অর্থপোষিত কলেজগুলিতে লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে। তবে এখনও পর্যন্ত কতগুলি শূন্যপদ আছে তা জানা যায়নি, প্যানেলের মেধা তালিকা প্রকাশ পাওয়ার পরেই তা জানানো হবে। এমনকী শূন্যপদের কাট-অফ ডেটও সেই সময়েই জানানো হবে।


শিক্ষাগত যোগ্যতা


কলেজ সার্ভিস কমিশনের (WBCSC Recruitment 2024) অধীনে রাজ্যের কলেজে লাইব্রেরিয়ান পদে কাজের জন্য আগ্রহী প্রার্থীকে প্রাথমিকভাবে লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স বা ডকুমেন্টেশন সায়েন্স বিষয়ে স্নাতকোত্তরে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। লাইব্রেরির কম্পিউটারাইজেশন বিষয়ে দক্ষ হতে হবে, জ্ঞান থাকতে হবে যথাযথ। এছাড়াও প্রার্থীকে UGC বা CSIR NET কিংবা SET পাশ করে থাকতে হবে। তাছাড়া যে সমস্ত প্রার্থী পিএইচডি ডিগ্রির জন্য নাম নথিভুক্ত করিয়েছেন তারাও এই পদে আবেদনের যোগ্য। তবে এক্ষেত্রে উল্লেখ্য সংরক্ষিত প্রার্থীদের জন্য নম্বরের ক্ষেত্রে কিছু ছাড় রয়েছে।


রাজ্য কলেজ সার্ভিস কমিশনের ২০১২ সালের নিয়ম মেনেই এই নিয়োগের ক্ষেত্রে মেধাতালিকা প্রকাশ করা হবে।


বয়সসীমা


আগ্রহী প্রার্থীদের এই পদে কাজের (WBCSC Recruitment 2024) জন্য বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের মাপকাঠিতেও কিছু ছাড় রয়েছে।


কীভাবে আবেদন


আগ্রহী প্রার্থীরা প্রথমেই কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি সহ আবেদনপত্র জমা করবেন।


আবেদনের ফি


সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি দিতে হবে ১০০০ টাকা এবং অসংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের দিতে হবে ২০০০ টাকা।


কীভাবে নির্বাচন হবে


আবেদনকারীদের মধ্যে থেকে নির্বাচিত প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউতে উত্তীর্ণ হলেই প্রার্থী কাজের সুযোগ পাবেন।


আবেদনের শেষ তারিখ


রাজ্যের কলেজে লাইব্রেরিয়ান পদে কাজের (WBCSC Recruitment 2024) আবেদন শুরু হয়েছে ১২ মার্চ ২০২৪। এই আবেদনের প্রক্রিয়া চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।


বেতনক্রম


এই পদে কাজের জন্য নির্বাচিত প্রার্থীরা মাসিক ন্যূনতম ৫৭,৭০০ টাকা বেতন পাবেন।


আরও পড়ুন: IAS Success Story: দ্বাদশের পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেয়েও ইউপিএসসিতে ৩য় জুনায়েদ, কীভাবে এল সাফল্য ?


Education Loan Information:

Calculate Education Loan EMI