মুম্বই: আগামী মাসে বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলবেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সেই সময় তিনি সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে ব্যস্ত থাকবেন। বিরাটের বদলে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। বিসিসিআই সূত্রে এমনই জানা গিয়েছে।

আগামীকাল ৬টি দল গঠন করার লক্ষ্যে বেঙ্গালুরুতে বৈঠকে বসবেন নির্বাচকরা। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ ছাড়াও ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় এ দল, ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের এ দলের সিরিজের জন্য দল, আয়ারল্যান্ড সফরের টি-২০ দল, ইংল্যান্ড সফরের টি-২০ দল এবং ইংল্যান্ড সফরের একদিনের সিরিজের দল বেছে নেওয়া হবে।

কাউন্টি খেলার পর আয়ারল্যান্ডে ভারতীয় দলে যোগ দেবেন বিরাট। সেই সফরে ভারতীয় দল দু’টি টি-২০ ম্যাচ খেলবে। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ, তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল।

বিসিসিআই সূত্রে খবর, ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি খেলতে যাওয়া চেতেশ্বর পূজারা দেশে ফিরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলবেন। লোকেশ রাহুল, মুরলী বিজয়, রবিচন্দ্রন অশ্বিন, দীনেশ কার্তিক ও ক্রুনাল পাণ্ড্যর ভারতীয় এ দলে থাকার সম্ভাবনা রয়েছে। চলতি আইপিএল-এ ক্রুনাল যা পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে ভারতীয় টি-২০ দলে সুযোগ পেয়ে যেতে পারেন তিনি।