ধর্মশালা: আরও একটি টেস্ট সিরিজে জয় এসেছে। টানা ৯টি সিরিজ জিতে নজিরও গড়েছে ভারতীয় দল। এবার শুরু হচ্ছে তিন ম্যাচের একদিনের সিরিজ। অধিনায়ক বিরাট কোহলি না থাকলেও, শ্রীলঙ্কাকে ফের হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই খেলতে নামছে ভারতীয় দল। ৩-০ ফলে সিরিজ জিততে পারলেই দক্ষিণ আফ্রিকাকে টপকে আইসিসি একদিনের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে চলে যাবে ভারত। সেটাই বিরাটের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া রোহিত শর্মার লক্ষ্য। কাল ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচ।


বিরাট না থাকলেও, ভারতীয় দলের যা ব্যাটিং গভীরতা এবং সাম্প্রতিক ফর্ম, তাতে আগামীকালের ম্যাচের আগে চিন্তা থাকার কথা নয়। তবে অজিঙ্ক রাহানের ফর্মে না থাকা রোহিত ও রবি শাস্ত্রীকে ভাবাচ্ছে। দলের সব বিভাগে কম্বিনেশন ঠিক করাই এখন তাঁদের প্রাথমিক লক্ষ্য।

টেস্টের মতোই সংক্ষিপ্ত ওভারের ফর্ম্যাটেও ভারতীয় দল দুরন্ত ফর্মে আছে। বিরাটবাহিনী টানা পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে। ফলে শ্রীলঙ্কাকে এই সিরিজেও হোয়াইটওয়াশ করা ভারতের পক্ষে খুব একটা কঠিন হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, রোহিত ছাড়াও মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পাণ্ড্য, কেদার যাদব, দীনেশ কার্তিক, শিখর ধবনরা আছেন। রোহিত ও ধবনেরই ওপেন করার কথা। রাহানের তিন নম্বরে ব্যাট করার সম্ভাবনাই বেশি। তবে গতকাল জ্বর হয় ধবনের। তিনি যদি খেলতে না পারেন, তাহলে ওপেন করতে পারেন রাহানে। বোলিং বিভাগ নিয়েও চিন্তা নেই। তিন স্পিনার যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, অক্ষর পটেল ও দুই পেসার জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার তৈরি।