অশ্বিনের রেকর্ড ভাঙলেন, আফগানিস্তানকে একাই ধরাশায়ী করলেন ১৪০ কেজির ক্যারিবিয়ান অফস্পিনার কর্নওয়াল
Web Desk, ABP Ananda | 28 Nov 2019 03:19 PM (IST)
২০১৮ থেকে ভারতের মাটিতে টেস্ট ম্যাচে একটি ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল অশ্বিনের দখলে।
ছবি সৌজন্যে ট্যুইটার
লখনউ: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে কামাল করলেন ওয়েস্ট ইন্ডিজের ১৪০ কেজির অফস্পিনার রাহকিম কর্নওয়াল। তিনি ৭৫ রান দিয়ে নেন ৭ উইকেট। এই পারফরম্যান্সের মাধ্যমে ভারতের অন্যতম সেরা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের একটি রেকর্ড ভেঙে দিলেন কর্নওয়াল। ২০১৮ থেকে ভারতের মাটিতে টেস্ট ম্যাচে একটি ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল অশ্বিনের দখলে। গত বছরের অক্টোবরে বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি ৪৬.২ ওভার বল করে ১১টি মেডেন সহ ১৪৫ রান দিয়ে ৭ উইকেট নেন। কর্নওয়াল ২৫.৩ ওভার বল করে পাঁচটি মেডেন সহ ৭৫ রান দিয়ে ৭ উইকেট নিয়ে অশ্বিনকে ছাপিয়ে গিয়েছেন। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। কর্নওয়ালের দাপটে প্রথম ইনিংসে ১৮৭ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। জবাবে প্রথম ইনিংসে ২৭৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ১১১ রান করেন শামার ব্রুকস। জন ক্যাম্পবেল করেন ৫৫ রান। শেন ডাউরিচ করেন ৪২ রান। দ্বিতীয় ইনিংসের শুরুটা অবশ্য ভাল করেছে আফগানিস্তান। ১৫ ওভারে তাদের রান বিনা উইকেটে ৩৮।