শারজা: বাংলাদেশের বিরুদ্ধে এক হাড্ডাহাড্ডি তিন ম্যাচের সিরিজ় ২-১ জিতে নিল আফগানিস্তান ক্রিকেট দল। ১০ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় আফগান দল। এই ম্যাচেই শতরান হাঁকিয়ে ইতিহাস গড়ে ফেললেন আফগানিস্তানের তারকা ওপেনার। বিরাট কোহলি, সচিন তেন্ডুকরকেও পিছনে ফেলে দিলেন তিনি।


কথা হচ্ছে রহমানুল্লা গুরবাজ়কে (Rahmanullah Gurbaz) নিয়ে। কেকেআরের হয়ে আইপিএলজয়ী তারকা আফগান বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে দুরন্ত ছন্দে ছিলেন। তাঁর ১২০ বলে ১০১ রানের ইনিংসে ভর করেই বাংলাদেশকে হারায় আফগানিস্তান। এটি গুরবাজ়ের কেরিয়ারের অষ্টম ওয়ান ডে শতরান। এই সেঞ্চুরির সুবাদেই বিরাটদের পিছনে ফেললেন তিনি। জনাকয়েক ক্রিকেটারই ২৩ পূর্ণ করার আগে আটটি ওয়ান ডে শতরান হাঁকিয়েছেন। সচিনদের সেই তালিকায় সামিল হলেন গুরবাজ়।


 






দ্বিতীয় কনিষ্ঠতম ব্য়াটার হিসাবে আটটি ওয়ান ডে শতরান হাঁকালেন গুরবাজ়। বিরাটের অষ্টম ওয়ান ডে সেঞ্চুরি এসেছিল ২৩ বছর ২৭ দিনে, সচিনের অষ্টম ওয়ান ডে সেঞ্চুরি আসে ২২ বছর ৩৫৭ দিনে। গুরবাজ় সেখানে অষ্টম শতরান হাঁকালেন ২২ বছর ৩৪৯ দিনে। একমাত্র কুইন্টন ডি কক বাদে এত কম বয়সে এত ওয়ান ডে সেঞ্চুরির কৃতিত্ব আর কোনও ব্যাটারের নেই। ডি কক ২২ বছর ৩১২ দিনে নিজের অষ্টম ওয়ান ডে সেঞ্চুরিটি করেছিলেন।বাংলাদেশের বিরুদ্ধে গুরবাজ়ের এটি তৃতীয় শতরান। মাত্র ২২ বছরেই তিনিই আফগানিস্তানের হয়ে ওয়ান ডেতে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর মালিক।


এদিন বাংলাদেশ মাহমুদুল্লার ৯৮ ও মেহেদি হাসান মিরাজের ৬৬ রানে ভর করে ২৪৪ রান তোলে। বল হাতে আজ়মাতুল্লা ওমরজ়াই সর্বাধিক চার উইকেট নেন। এরপরে আফগানিস্তানের হয়ে ব্যাট হাতেও তিনি নজর কাড়েন। গুরবাজ়ের সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপের পর মহম্মদ নবির সঙ্গে মিলে দলের বৈতরণী পার করান। ৭০ রানে অপরাজিত থাকেন ওমরজ়াই। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: কালো কাপড়ে ঢাকা অনুশীলন চত্ত্বরের আশপাশ, পারথে ভারতীয় নেটে মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা!