নয়াদিল্লি: সদ্যসমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার পর কোচ রাহুল দ্রাবিড়কে সব মহল থেকে কৃতিত্ব দেওয়া হচ্ছে। ভারতের প্রাক্তন অধিনায়ক খেলোয়াড় জীবনে যে সম্মান আদায় করে নিয়েছিলেন, কোচ হিসেবেও সেই সম্ভ্রমই আদায় করে নিচ্ছেন। শুধু সাফল্যই নয়, সুভদ্র আচরণের মাধ্যমেও অন্যদের চেয়ে নিজেকে আলাদা করেছেন দ্রাবিড়।
শুধু ভারতই নয়, প্রতিবেশী পাকিস্তানেও ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচের আচরণ প্রশংসিত হচ্ছে। বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল ২০৩ রানে জেতার পর বিপক্ষ দলের ড্রেসিংরুমে গিয়ে তরুণ ক্রিকেটারদের সান্ত্বনা দেন দ্রাবিড়। তাঁর এই মনোভাবে মুগ্ধ পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার নাদিম খান। তিনি বলেছেন, ‘রাহুল দ্রাবিড়ের এই আচরণ অসাধারণ। আমাদের চোখে তিনি বরাবরই একজন শ্রদ্ধেয় ব্যক্তি। সেটা তিনি ফের প্রমাণ করলেন।’
সেমিফাইনালের পর ড্রেসিংরুমে গিয়ে সান্ত্বনা, পাকিস্তানিদের মন জয় করলেন দ্রাবিড়
Web Desk, ABP Ananda
Updated at:
05 Feb 2018 02:28 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -