মুম্বই: স্বার্থের সংঘাত থেকে রেহাই দিয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ক্রিকেট হেড হিসেবে রাহুল দ্রাবিড়ের নিয়োগে ছাড়পত্র দিল বিসিসিআই-এর প্রশাসক কমিটি। এবার চূড়ান্ত রায় দেবেন বিসিসিআই-এ ওম্বাডসম্যান তথা এথিকস অফিসার ডি কে জৈন।
প্রশাসক কমিটির নবনিযুক্ত সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল রবি ঠোগড়ে জানিয়েছেন, ‘রাহুলের বিষয়টির ক্ষেত্রে কোনও স্বার্থের সংঘাত নেই। তাঁকে একটি নোটিস দেওয়া হয়েছিল। আমরা তাঁর নিয়োগে ছাড়পত্র দিয়েছি। আমরা কোনও স্বার্থের সংঘাত দেখতে পাচ্ছি না। তবে ওম্বাডসম্যান যদি স্বার্থের সংঘাত দেখতে পান, তাহলে আমরা তাঁকে আমাদের মতামত জানাব। তারপর তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এটি একটি প্রক্রিয়া, এটি চলবে।’
আইপিএল-এর অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের মালিক ইন্ডিয়া সিমেন্টসের ভাইস প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও দ্রাবিড়কে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ক্রিকেট হেড নিয়োগ করায় স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে। এথিকস অফিসারকে জবাব দিয়েছেন দ্রাবিড়। তবে তিনি ইন্ডিয়া সিমেন্টসের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানাননি। প্রশাসক কমিটির পক্ষ থেকে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে থাকার সময় দ্রাবিড়কে হয় ইন্ডিয়া সিমেন্টস থেকে সরে দাঁড়াতে হবে অথবা ছুটি নিতে হবে। বিসিসিআই সূত্রে খবর, দ্রাবিড় বিনা বেতনে ছুটি নিয়েছেন।
স্বার্থের সংঘাতের অভিযোগ থেকে রাহুল দ্রাবিড়কে রেহাই দিল বিসিসিআই-এর প্রশাসক কমিটি
Web Desk, ABP Ananda
Updated at:
13 Aug 2019 06:12 PM (IST)
আইপিএল-এর অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের মালিক ইন্ডিয়া সিমেন্টসের ভাইস প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও দ্রাবিড়কে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ক্রিকেট হেড নিয়োগ করায় স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -