সিলেট: শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND W vs SL W) ৪১ রানের বড় ব্যবধানে জয় দিয়ে এবারের এশিয়া কাপ (Women's Asia Cup 2022) অভিযান শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ভারতের ১৫০ রানের জবাবে মাত্র ১০৯ রানেই শেষ হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। ভারতের হয় বল হাতে সফলতম বোলার হেমলতা। তিনি ১৫ রানের বিনিময়ে তিন উইকেট নেন। দীপ্তি শর্মা ও পূজা বস্ত্রকর দুইটি করে উইকেট নেন। 


১৫০ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা খুব একটা ভাল হয়নি। ৫০ রানের মধ্য়েই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দ্বীপরাষ্ট্র। লঙ্কান অধিনায়াক চামারি আতাপাত্তু মাত্র পাঁচ রানেই সাজঘরে ফেরেন। মালশাও নয় রানের বেশি করতে পারেননি। হাসিনি পারেরা ৩০ রান করলেও তিনি ১০০-র কম স্ট্রাইক রেট নিয়ে সেই রান করেন। শেষমেশ ২৮ রানে পাঁচ উইকেট হারায় শ্রীলঙ্কা। ১০৯ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।


 






হরমন-জেমাইমার পার্টনারশিপ


এদিন শুরুতেই দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মাকে অল্প রানের ব্যবধানেই হারায় ভারতীয় দল। শেফালি ১০ ও স্মৃতি ব্যক্তিগত ছয় রানে আউট হন। ২৩ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। এখান থেকেই ভারতের হয়ে ইনিংস গড়ার কাজ শুরু করেন জেমাইমা। তাঁকে সঙ্গ দেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর। তৃতীয় উইকেটে হরমনপ্রীত ও জেমাইমা ৯২ রান যোগ করেন। ৩০ বলে ৩৩ রানে আউট হন হরমনপ্রীত। বাংলার রিচা ঘোষও নয় রানের বেশি করতে পারেননি।


হরমনপ্রীত ও জেমাইমা বাদে ভারতীয় দলের হয়ে আর কোনও ব্যাটারই তেমন রান করতে পারেননি। জেমাইমাই সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন। তবে বাকিদের ব্যর্থতায় ভারত ১৫০ রানের বেশি করতে পারেনি। শ্রীলঙ্কার হয়ে ওশিদা রণসিঙ্গে সফলতম বোলার। ৩২ রানের বিনিময়ে তিনি তিন উইকেট নেন। চামারি আতাপাত্তু ও সুগন্ধিকা কুমারি একটি করে উইকেট নেন। পূজা বস্ত্রকর (১) রান আউট হন। 


আরও পড়ুন: 'নিয়মবিরুদ্ধ কিছু করিনি', মাঁকড়িং বিতর্ক ভুলে সামনের দিকে তাকাতে চান হরমনপ্রীত কৌর