নয়াদিল্লি: জাতীয় দলে সুযোগ মিলেছে। কিন্তু আদৌ প্রথম একাদশে সুযোগ মিলবে কি না, তা জানা নেই। কিন্তু এর মধ্যেই জীবনের সবচেয়ে মূল্যবার ২০ মিনিট বোধহয় কাটিয়ে ফেলেছেন উমরান মালিক (Umran Malik)। জম্মু কাশ্মীরের তারকা এই পেসার আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার সুবাদে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় স্কোয়াডে রয়েছেন তিনি। গতকাল ভারতীয় দল অনুশীলন শুরু করেছে কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে। সেখানেই দীর্ঘক্ষণ দ্রাবিড়কে দেখা গেল দীর্ঘক্ষণ উমরানের সঙ্গে কথা বলতে।
নেটে বল করছিলেন উমরান। তার আগেই উইকেটের সামনে দাঁড়িয়ে তরুণ পেসারের সঙ্গে কথা বলছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ক্যামেরায় যে পোস্ট করা ছবি, তাতে দেখা যাচ্ছে যে উমরান মনযোগ সহকারে দ্রাবিড়ের কথা শুনছেন। সূত্রের খবর, ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের তরফে উমরানকে বার্তা দেওয়া হয়েছে যে, যত দ্রুতগতিতে বল করা সম্ভাব সে যেন করে।
উল্লেখ্য, আইপিএলে একটি ম্য়াচে ১৫৭ কিমি গতিতে বল করেছিলেন উমরান। নিউজিল্য়ান্ডের লকি ফার্গুসনের সঙ্গে পুরো টুর্নামেন্টেই এই বিষয় নিয়ে টক্কর চলছিল ভারতীয় তরুণ পেসারের। অনেকেই বলেছেন যে শোয়েব আখতারকেও টেক্কা দিয়ে দেবেন উমরান।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপের মঞ্চে ফিরছে জিদানের কুখ্যাত 'ঢুঁসো'