নয়াদিল্লি: জুনিয়র ক্রিকেটে ব্যাট হাতে পারফরম্যান্সের মাধ্যমে জুনিয়র ক্রিকেটে নজর কাড়ছেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড়। বিটিআর শিল্ডে দ্বিতীয় ডিভিশনের অনূর্ধ্ব ১৪ গ্রুপ ১-এ মাল্য অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে দ্বিশতরানের ইনিংস খেলেছে সমিত। দুই মাসেরও কম সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ডাবল সেঞ্চুরি এল ১৪ বছরের সমিতের ব্যাটে।
বিটিআর শিল্ডের এই ম্যাচে ৩৩ বাউন্ডারি দিয়ে সাজানো তার ২০৪ রানের ইনিংসে ভর করে মাল্য অদিতি ইন্টারন্যাশনাল স্কুল করে ৩ উইকেটে ৩৭৭ রান। এর জবাবে মাত্র ১১০ রানে অল আউট হয়ে যায় প্রতিপক্ষ দল। ব্যাট হাতে রানের পাশাপাশি বল করেও দুটি উইকেট নিয়েছে সমিত।
গত ডিসেম্বরেই অনূর্ধ্ব ১৪ ইন্টার জোনাল টুর্নামেন্টে ধারওয়াড় জোনের বিরুদ্ধে প্রেসিডেন্ট একাদশের হয়ে ২৫৬ বলে ২০১ রানের ইনিংস খেলেছিল সমিত। তার ইনিংসে ছিল ২২ টি বাউন্ডারি। প্রথম ইনিংসে দ্বিশতরানের পর দ্বিতীয় ইনিংসে ৯৪ রান করেছিল সে।
২০১৫-তে অনূর্ধ্ব ১২ পর্যায়ের ক্রিকেটে মাল্য অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে খেলতে নেমে তিনটি হাফসেঞ্চুরি করে নজর কেড়েছিল সমিত। তিনটি অর্ধশতরানের ইনিংসই তার স্কুলকে ম্যাচ জিততে সাহায্য করেছিল।
২০১৬-তে ব্যাঙ্গালোর ইউনাইটেড ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে ফ্র্যাঙ্ক অ্যান্টোনি পাবলিক স্কুলের বিরুদ্ধে ১২৫ রানের ইনিংস খেলেছিল সমিত। প্রত্যূষ জি (১৪৩)-এর সঙ্গে চতুর্থ উইকেটে ২১৩ রান যোগ করেছিল সে। ৩০ ওভারের সেই ম্যাচে তাদের দল ২৪৬ রানে জয় পেয়েছিল।
জুনিয়র ক্রিকেটে তার এই ধারাবাহিক পারফর্ম্যান্স দেখে মনে হচ্ছে যে, সমিত তার বাবা স্বনামধন্য ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের পদাঙ্ক অনুসরণ করেই এগোচ্ছে। ভারতীয় ক্রিকেটের ওয়াল হিসেবে পরিচিত দ্রাবিড় তিন নম্বরে দলকে দীর্ঘদিন ভরসা দিয়ে এসেছেন। ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে টেস্টে ১৩,২৮৮ ও একদিনের ক্রিকেটে ১০৮৮৯ রান করেছেন দ্রাবিড়।