নয়াদিল্লি: অনূর্দ্ধ ১৯ এশিয়া কাপের ম্যাতে ভারতকে ১৯ রানে হারিয়ে নেপাল শিবির তখন উচ্ছ্বাসে ভাসছে। ভারতের বিরুদ্ধে এটাই হিমালয়ের কোলের এই ছোট্ট দেশের প্রথম জয়। কিন্তু সেই উচ্ছ্বাস আরও বাড়তি মাত্রা পেল যখন ম্যাচের পর ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় নেপালের কোচ বিনোদ কুমার দাসের কাছে গিয়ে জয়ের জন্য অভিনন্দন জানালেন।

নেপালের কোচ যারপরনাই খুশি। তিনি বলেছেন, এতবড় ক্রিকেটার দ্রাবিড়। কিন্তু খুবই বিনয়ী। তিনি আমাদের অভিনন্দন জানালেন।

বিনোদ কুমার দাস বলেছেন, দ্রাবিড় তাঁকে বলেছেন যে, যোগ্য দল হিসেবেই ম্যাচ জিতেছে নেপাল। তাঁদের দল এই টুর্নামেন্টে যে কোনও দলের তুলনাতেই ভালো খেলছে।

দ্রাবিড়ের মতো ক্রিকেটার তাঁদের যে স্বীকৃতি দিয়েছেন, তাতে তাঁরা খুব খুশি বলে জানিয়েছেন নেপালের কোচ। তিনি বলেছেন, আমরা ভারতকে এর আগে কোনও পর্যায়েই হারাতে পারিনি। এই জয় নিয়ে আমরা সবাই খুবই উচ্ছ্বসিত।

নেপালে ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গত রবিবারের ম্যাচে কার্যত আত্মসমর্পন করেন ভারতের ব্যাটসম্যানরা। ১৬৬ রানে সবাই আউট হয়ে যায়।

এই ম্যাচে নেপালের জয়ের নায়ক দীপেন্দ্র সিংহ আইরি। তিনি ৮৮ রান করেন। পাশাপাশি বল হাতে ৪ টি উইকেটও নেন।