দুবাই: ধর্ম নিয়ে আক্রান্ত হওয়ায় ভারতীয় দলের পেসার মহম্মদ শামির (Mohammed Shami) পাশে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। যার জেরে ভারত অধিনায়কের দিকেও ধেয়ে এসেছে আক্রমণ। এমনকী, ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে কোহলির ৯ মাসের কন্যা সন্তানকে! বিরাটের পাশে দাঁড়ালেন রাহুল গাঁধী। ওয়েনাডের কংগ্রেস সাংসদ ট্যুইট করে বিরাটের পাশে থাকার বার্তা দিয়েছেন।


নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের পর সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের শিকার হতে হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। বাদ যাননি অধিনায়ক বিরাট কোহলিও। রীতিমতো ট্রোলিং চলছে ক্যাপ্টেন কোহলিকে ঘিরে। তবে তারই মধ্যে দুর্বিষহ অভিজ্ঞতা হল বিরাট কোহলির। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হারার পর ধর্ম নিয়ে আক্রান্ত হতে হয়েছিল মহম্মদ শামিকে। তারপরই সতীর্থের পাশে দাঁড়িয়েছিলেন বিরাট। নিউজিল্যান্ড ম্যাচের আগে কোহলি বলেছিলেন, 'আমার কাছে ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করা সবচেয়ে নৃশংস কাজ। কোনও পরিস্থিতি নিয়ে সাবরই ব্যক্তিগত মত থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে কোনওদিন কারও সঙ্গে ধর্ম নিয়ে বিভেদ করার কথা ভাবতেও পারিনি। কারণ প্রত্যেক মানুষের কাছেই এটা খুব ব্যক্তিগত আর পবিত্র বিষয়।'


কোহলির সেই মন্তব্যের জেরে এবার আক্রান্ত হতে হল তাঁর ৯ মাসের কন্যাসন্তান ভামিকাকে। সোশ্যাল মিডিয়ায় ভামিকাকে দেওয়া হল ধর্ষণের হুমকি! যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। একটি ট্যুইটার হ্যান্ডল থেকে কোহলির মেয়ে ভামিকাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। পরে সেই হ্যান্ডলটি অবশ্য ডিলিট করে দেওয়া হয়েছে।


মঙ্গলবার রাহুল গাঁধী ট্যুইট করেন, 'প্রিয় বিরাট, এই মানুষগুলো হিংসায় পরিপূর্ণ কারণ ওরা কারও ভালবাসা পায় না। ওদের ক্ষমা করে দাও। দলকে রক্ষা করো'। রাহুলের সেই ট্যুইট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।



ভামিকাকে আক্রান্ত হতে দেখে স্তম্ভিত পাকিস্তানের এক কিংবদন্তি। দুঃসহ সময়ে কোহলি পাশে পেয়ে গেলেন ইনজামাম উল হককে। বিরাটের পাশে দাঁড়িয়ে ইঞ্জি বলেছেন, 'আমি শুনেছি কোহলির মেয়েকে হুমকি দেওয়া হয়েছে। মানুষকে বুঝতে হবে দিনের শেষে এটা একটা খেলা। আমরা হয়তো আলাদা দেশের প্রতিনিধিত্ব করছি, তবে খেলছি তো একটাই খেলা। কোহলির নেতৃত্ব বা ওর ব্যাটিং নিয়ে সমালোচনা করুন, কিন্তু ওর পরিবারকে আক্রমণ করার অধিকার পেলেন কোথা থেকে।' ইনজামাম আরও বলেছেন, 'কয়েকদিন আগে শামিরও একইরকম অভিজ্ঞতা হয়েছিল। হার-জিত তো খেলার অঙ্গ। কোহলির পরিবারকে আক্রান্ত হতে দেখে আমি অত্যন্ত দুঃখিত।'