চেন্নাই: চোট সারিয়ে ফিরেই চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে দ্বিশতরান করার একেবারে কাছে চলে গিয়েছিলেন লোকেশ রাহুল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দ্বিশতরানের মাত্র একধাপ আগে থেমে গেলেন তিনি। আউট হলেন ১৯৯ রানে। তবে তাঁর এই ইনিংসের সুবাদে পাল্টা চাপে পড়ে গেল ইংল্যান্ড। মসৃণ গতিতে এগিয়ে চলেছে ভারতের ইনিংস। এখন করুণ নায়ারের সঙ্গে ক্রিজে আছেন মুরলী বিজয় (১৭)। তৃতীয় দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ৩৯১। ইংল্যান্ডের থেকে আর মাত্র ৮৬ রানে পিছিয়ে ভারত।

এর আগে দুই ওপেনার রাহুল এবং পার্থিব পটেল দলকে ভাল জায়গায় পৌঁছে দেন। টেস্টে চতুর্থ এবং দেশের মাটিতে প্রথম শতরান করেন রাহুল। পার্থিব ৭১ রান করে আউট হয়ে গেলেও, রাহুল এগিয়ে যান। তাঁর সঙ্গে অসাধারণ ইনিংস খেলেন করুণ নায়ারও। তিনিও শতরানের দিকে এগিয়ে চলেছেন। এখন ৭১ রানে অপরাজিত নায়ার।

গতকাল দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল বিনা উইকেটে ৬০। রাহুল ৩০ এবং পার্থিব ২৮ রানে ব্যাট করছিলেন। দলের রান দেড়শো পার করে দেওয়ার পর পার্থিব আউট হন। লাঞ্চে ভারতের রান ছিল ১ উইকেটে ১৭৩। রাহুলের সঙ্গে ব্যাট করছিলেন চেতেশ্বর পূজারা। কিন্তু তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। লাঞ্চের কিছুক্ষণ পরেই আউট হয়ে যান পূজারা (১৬)। অধিনায়ক বিরাট কোহলিও বড় রান করতে পারলেন না। তিনি মাত্র ১৫ রান করেই ফিরে গেলেন। চা পানের বিরতিতে ভারতের রান ছিল ৩ উইকেটে ২৫৬।

তৃতীয় সেশনেও রাহুল-নায়ার জুটি ভারতকে ভরসা দেয়। রাহুল ফিরে যাওয়ার পর এবার ভারতের লোয়ার অর্ডারকে ভাল পারফরম্যান্স দেখাতে হবে। তাহলেই ইংল্যান্ডের রান টপকে বড় লিড নিতে পারবে ভারত। সেটা হলে এই টেস্টেও জয়ের স্বপ্ন দেখতে পারে বিরাট কোহলির দল।