মুম্বই: ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিন ও টি-২০ সিরিজে ভারতীয় দলে ফিরলেন ব্যাটসম্যান কে এল রাহুল। একইসঙ্গে দলে ডাক পেলেন লেগ-স্পিনার ময়াঙ্ক মারকাণ্ডে। তবে, দুটি সিরিজ থেকেই বাদ পড়লেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিক।
আগামী ২৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে নামবে মেন ইন ব্লু। ২টি আন্তর্জাতিক টি-২০ ও ৫টি একদিনের ম্যাচ খেলা হবে। মূলত, মে-জুন মাসে বিশ্বকাপের আগে এটিই ভারতের শেষ একদিনের টুর্নামেন্ট।
মাঠে ব্যাট হাতে ধারাবাহিকতার অভাব এবং মাঠের বাইরে বিতর্কে জড়িয়ে পড়ার খেসারত দিতে হয় রাহুলকে। অস্ট্রেলিয়া সফরের মাঝখানেই তাঁকে দেশে ফেরার নির্দেশ দেয় বোর্ড। সম্প্রতি, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি বেসরকারি টেস্টে ভারতীয় এ দলের হয়ে ভাল পারফরম্যান্সের দৌলতে সিনিয়র দলে ফের সুযোগ পেয়েছেন রাহুল।
ওই সিরিজেই ভারতীয় এ দলের হয়ে ভাল পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজে ডাক পেলেন ময়াঙ্ক। অন্যদিকে, কার্তিককে বাদ দিয়ে নির্বাচকরা এটা বুঝিয়ে দিলেন, বিশ্বকাপগামী দলে তাঁর চেয়ে এগিয়ে রাখা হচ্ছে ঋষভ পন্তকেই। যে কারণে, দ্বিতীয়জনকে দুটি স্কোয়াডেই রাখা হয়েছে।