আগরতলা: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ইতিহাস গড়ল রেলওয়েজ (Railways Cricket Team) ক্রিকেট টিম (BCCI Domestic)। টুর্নামেন্টের ৯০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জিতল রেলওয়েজ। লড়াই করেও যে নজির রুখতে পারল না ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) ত্রিপুরা।


আগরতলায় প্রথম ইনিংসে ৪৪ রানের লিড নিয়েছিল ত্রিপুরা। ঋদ্ধিমান সাহাদের ১৪৯ রানের জবাবে প্রথম ইনিংসে ১০৫ রানে গুটিয়ে যায় রেলওয়েজ। দ্বিতীয় ইনিংসে ত্রিপুরা ঘুরে দাঁড়ায়। ৩৩৩ রান তোলে। ঋদ্ধিমান সাহার সঙ্গেই বাংলা ছেড়ে ত্রিপুরায় যোগ দেওয়া সুদীপ চট্টোপাধ্যায় সর্বোচ্চ ৯৫ রান করেন। ম্যাচ জিততে হলে দ্বিতীয় ইনিংসে রেলওয়েজকে তুলতে হতো ৩৭৮ রান।


ম্যাচের তৃতীয় দিনের দ্বিতীয়ার্ধে রান তাড়া শুরু করে রেলওয়েজ। ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। মাত্র ৩১ রানে ৩ উইকেট পড়ে যায় রেলওয়েজের। তারপর ক্রিজে জমে যান ওপেনার প্রথম সিংহ ও মহম্মদ সইফ। চতুর্থ উইকেটে দুজনে ১৭৫ রান যোগ করেন। ফের ট্র্যাকে ফেরে রেলওয়েজ। দুজনই সেঞ্চুরি করেন।


শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৩৭৮ রান সংগ্রহ করে নেয় রেলওয়েজ। ৫ উইকেটে ম্যাচ জিতে ইতিহাস গড়ে তারা। এক সময় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স শিবিরে থাকা প্রথম সিংহ ১৬৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৩০০ বলের ম্যাচ জেতানো ইনিংসে তিনি ১৬টি চার ও ১টি ছক্কা মারেন। ১০৬ রান করেন মহম্মদ সইফ। বাংলার আর এক ক্রিকেটার, যিনি দীর্ঘদিন ধরে রেলওয়েজের হয়ে খেলেন, সেই অরিন্দম ঘোষ ৪০ ও উপেন্দ্র যাদব অপরাজিত ২৭ রান করেন। 


রেলওয়েজ ভেঙে দিল সৌরাষ্ট্রের রেকর্ড। ২০১৯-২০ মরশুমে উত্তর প্রদেশের বিরুদ্ধে ৩৭২ রান তাড়া করে ম্যাচ জিতেছিল সৌরাষ্ট্র। তারা ভেঙে দিয়েছিল অসমের রেকর্ড। ২০০৮-০৯ মরশুমে সার্ভিসেসের বিরুদ্ধে ৩৭০ রান তাড়া করে ম্যাচ জিতেছিল অসম। যেটি ভেঙে দেয় সৌরাষ্ট্র। সোমবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়ল রেলওয়েজ। এটাই এখন রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নজির।



আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: ভারতকে ভারতের মাটিতে হারানো সহজ নয়, হুঁশিয়ারির সুরে বলছেন সৌরভ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।