আমস্টারডাম: কন্যাসন্তানের বাবা হলেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। রবিবার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন রায়নার স্ত্রী প্রিয়ঙ্কা চৌধুরী। সদ্যোজাতর নাম রাখা হয়েছে গ্রেসিয়া।
সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ১০ মে আমস্টারডামে উড়ে যান এবারের আইপিএল-এ গুজরাত লায়ন্সের অধিনায়ক রায়না। এই প্রথম আইপিএল-এর ম্যাচে তিনি খেলতে পারলেন না। কিন্তু বাবা হওয়ার পর নিশ্চয়ই সেই আফশোস আর থাকবে না রায়নার।
শনিবার হঠাৎ রটে গিয়েছিল, রায়নার সন্তানের জন্ম হয়েছে। কিন্তু পরে জানা যায়, সেই খবর ঠিক নয়। রবিবার অবশ্য সব জল্পনার অবসান হল।