আমস্টারডাম: নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে হাঁটু অস্ত্রোপচার হল সুরেশ রায়নার। ফলে তাঁকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। ঘরোয়া মরসুমে প্রথমদিকের ম্যাচগুলি খেলতে পারবেন না তিনি। তাঁকে ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা জন্টি রোডস।



শল্য চিকিৎসক এইচ ভ্যান ডের হোভেন জানিয়েছেন, ‘গত কয়েক সপ্তাহ ধরেই সুরেশ রায়নার হাঁটুতে অস্বস্তি হচ্ছিল। সেই কারণেই তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে। তাঁর পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য চার থেকে ছয় সপ্তাহ রিহ্যাব প্রয়োজন।’

গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে ভারতের হয়ে শেষবার খেলেছিলেন রায়না। তিনি এ বছরের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে ভাল পারফরম্যান্স দেখান। গত মরসুম থেকেই তাঁর হাঁটুতে সমস্যা হচ্ছিল। বিসিসিআই-এর পক্ষ থেকেও ট্যুইট করে তাঁকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুভেচ্ছা জানানো হয়েছে।