দেখুন ভিডিও: রোহিতের সঙ্গে মজাদার খেলায় কোহলি ও বুমরাহর নকল করলেন জাডেজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Aug 2019 11:53 PM (IST)
এই খেলায় জাডেজাকে খেলোয়াড়দের নকল করতে দেখা গেল। একটি কার্ডের মাধ্যমে রোহিত খেলোয়াড়দের নাম দেখাচ্ছিলেন। জাডেজাকে ওই খেলোয়াড়দের অ্যাকশন বা হাবভাব ইশারায় নাম জানাতে হচ্ছিল।
গুয়ানা: গতকাল বৃহস্পতিবার বৃষ্টির জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছে। ভারতীয় দলের খেলোয়াড়রা অবশ্য নিজেদের মধ্যে খুনসুটিতে মেতে পরিবেশ বেশ মজাদার করে তুললেন। সহ অধিনায়ক রোহিত শর্মাকে রবীন্দ্র জাডেজার সঙ্গে মজার খেলায় মজে উঠতে দেখা গেল। ইন্ডিয়ান ক্রিকেট টিমের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ডে শুক্রবার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ওই ভিডিওতে জাডেজাকে রোহিতের সঙ্গে 'হেডস আপ' চ্যালেঞ্জ করতে দেখা গিয়েছে। এই খেলায় জাডেজাকে খেলোয়াড়দের নকল করতে দেখা গেল। একটি কার্ডের মাধ্যমে রোহিত খেলোয়াড়দের নাম দেখাচ্ছিলেন। জাডেজাকে ওই খেলোয়াড়দের অ্যাকশন বা হাবভাব ইশারায় নাম জানাতে হচ্ছিল। প্রথম কার্ডে ছিল জসপ্রিত বুমরাহর নাম। জাডেজা তাঁর অ্যাকশন নকল করেন। এরপর অধিনায়ক বিরাট কোহলির নাম কার্ডে দেখান রোহিত। জাডেজা এক্ষেত্রে তাঁর ব্যাটিং অ্যাকশন দেখিয়ে ইঙ্গিত করেন। একটু সময় লাগলেও সেই ইশারায় রোহিত তা বুঝে যান। ওই সময় কোহলিও ওই রুমে ছিলেন। রোহিত ও জাডেজার এই খেলা দেখে হাসি চাপতে পারেননি তিনি।