স্লো ওভার রেটের জন্য রাহানের ১২ লক্ষ টাকা জরিমানা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Apr 2019 01:15 PM (IST)
চেন্নাই: আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা হল রাজস্থান রয়্যালসের অধিনায়ক আজিঙ্কা রাহানের। আইপিএলের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ন্যুনতম ওভার-রেট সংক্রান্ত বিষযে আইপিএলে আচরণ বিধি অনুসারে রাহানের দল এবার এই প্রথম দোষী সাব্যস্ত হল। দলের অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার এবারের টুর্নামেন্টে এই নিয়ে পর পর তিনটি ম্যাচে হারল রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ের কাছে তারা ৮ রান হেরে গিয়েছে। মঙ্গলবার জয়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে রাহানের দল।