বিশ্বকাপে বড় দলের বিরুদ্ধে অঘটন ঘটাবে আফগানিস্তান, বলছেন প্রাক্তন কোচ লালচাঁদ রাজপুত
Web Desk, ABP Ananda | 22 Apr 2019 09:13 PM (IST)
রশিদ খানকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন রাজপুত
মুম্বই: বিশ্বকাপের জন্য আফগানিস্তানের দল ঘোষণার দিনই রশিদ খানদের নিয়ে আশার কথা শুনিয়ে রাখলেন লালচাঁদ রাজপুত। ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা আফগানিস্তানের প্রাক্তন কোচ জানিয়েছেন, বিশ্বকাপে বড়সড় অঘটন ঘটানোর দক্ষতা রয়েছে আফগানদের। বর্তমানে জিম্বাবোয়ে জাতীয় দলের প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন রাজপুত। তিনি বলেছেন, 'আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। বিশেষ করে ওদের স্পিন বিভাগ। ইংল্যান্ডে বল ঘুরলে যে কোনও ম্যাচের রং বদলে দিতে পারে ওরা। অঘটন ঘটাতে পারে যে কোনও শক্তিশালী দলের বিরুদ্ধে।' সোমবার বিশ্বকাপের জন্য আফগানিস্তানের ঘোষিত দলে রাখা হয়েছে হামিদ হাসান, আসগর আফগানকে। রশিদ-মুজিব উর রহমান সমৃদ্ধ দলকে নেতৃত্ব দেবেন গুলবদিন নইব। তবে আফগানদের ব্যাটিং নিয়ে কিছুটা চিন্তিত রাজপুত। বলেছেন, 'ওদের ব্যাটিংটা একটু মন্থর। ইংল্যান্ডের পরিবেশে বোলাররা উইকেট থেকে সাহায্য পেলে মানিয়ে নেওয়াটা ওদের পক্ষে কঠিন হবে।' তবে বোলিং আক্রমণ দিয়ে আফগানিস্তান যে কোনও দলকে বিপাকে ফেলতে পারে, জানিয়েছেন এক সময় ভারতের জাতীয় দলেরও কোচের দায়িত্ব সামলানো রাজপুত। বলেছেন, 'উইকেটে বল থমকালে যে কোনও বড় দলকে বিপাকে ফেলতে পারে ওদের বোলাররা।' পাশাপাশি রাজপুত আরও বলেছেন, 'ওদের দলের প্রধান গেমচেঞ্জার মহম্মদ শেহজাদ। ও যদি ক্রিজে আধ ঘণ্টা বা ৪৫ মিনিট দাঁড়িয়ে যায় আর দ্রুত রান তুলতে পারে, তাহলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দল হিসাবে অনেক হিসাব বদলে দিতে পারে ওরা।' পাশাপাশি রশিদ খানকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন রাজপুত। বলেছেন, 'রশিদ খান ম্যাচ উইনার আর আইপিএল, বিগ ব্যাশ, ক্যারিবিয়ান লিগের অভিজ্ঞতা থেকে ও শিখে গিয়েছে ম্যাচ কীভাবে জেতাতে হয়। অনেক ব্যাটসম্যানই ওকে আক্রমণ করে। তবে ইংল্যান্ডে পিচ থেকে সামান্য সাহায্য পেলেও ওকে মারাটা কঠিন হবে। সেই সঙ্গে মহম্মদ নবি ও মুজিবও রয়েছে। ওদের তিন স্পিনার অঙ্ক পাল্টে দিতে পারে।'