রঞ্জি ট্রফিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রান ওয়াসিম জাফরের
Web Desk, ABP Ananda | 21 Nov 2018 04:54 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
নাগপুর: রঞ্জি ট্রফিতে নয়া রেকর্ড গড়লেন অভিজ্ঞ ব্যাটসম্যান ওয়াসিম জাফর। প্রথম ব্যাটসম্যান হিসেবে এই প্রতিযোগিতায় ১১,০০০ রান টপকে গেলেন তিনি। আজ নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে ভদোদরার বিরুদ্ধে ম্যাচে এই রেকর্ড গড়েছেন তিনি। একইসঙ্গে আরও একটি রেকর্ড গড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশিবার ৩০০ রানের বেশি পার্টনারশিপের সঙ্গেও যুক্ত থাকলেন তিনি। আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বিদর্ভের অধিনায়ক ফৈজ ফজল। দ্বিতীয় উইকেট জুটিতে জাফর (১৫৩) ও ফজল (১৫১) ৩০০ রান যোগ করেন। এই দুই ব্যাটসম্যানের সৌজন্যে বড় রান করছে বিদর্ভ।