কলকাতা: শেষ দিন বাংলার বোলারদের দরকার ছিল ৯ উইকেট। কিন্তু সারাদিন হাত ঘুরিয়ে তিনটির বেশি উইকেট ফেলতে পারল না বাংলা। হিমাচল প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচ অমীংসিত রইল। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাকে।                                                                                           


ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে উত্তরপ্রদেশকে পরাজিত করেছিল বাংলা। এবার ঘরের মাঠে রঞ্জির দ্বিতীয় ম্যাচে হিমাচল প্রদেশকে হারানোর হাতছানি ছিল মনোজ তিওয়ারিদের সামনে। যদিও শেষ দিনে চোয়ালচাপা লড়াইয়ে ম্যাচ ড্র করতে সক্ষম হন ঋষি ধবনরা। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ৩ পয়েন্ট পেলেন মনোজ তিওয়ারিরা।                                     


প্রথম ইনিংসে দুর্দান্ত শতরান করে বাংলাকে একার কাঁধে টেনে তোলেন অনুষ্টুপ মজুমদার। ২১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০৭ বলে ১৫৯ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৪ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অনুষ্টুপ। ম্যাচ ড্র ঘোষিত হলেও প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ৩ পয়েন্ট ঘরে তোলে বাংলা। ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় হিমাচলপ্রদেশকে।                                                                 


৪৭২ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা হিমাচলপ্রদেশ ৯৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩৪৮ রান তুললে ম্যাচ ড্র ঘোষিত হয়। বশিষ্ট ২৮ ও একান্ত ১৯ রানে অপরাজিত থাকেন। তবে দ্বিতীয় ইনিংসে হিমাচল প্রদেশের নায়ক প্রশান্ত চোপড়া। ২০৫ বলে ১০৯ রানে লড়াকু ইনিংস খেলেন তিনি। মূলত তাঁর ব্যাট হাতে প্রতিরোধই বাংলা শিবিরকে সবচেয়ে বেশি বেগ দিয়েছে।


আরও পড়ুন: আইপিএলে রেকর্ড অর্থ পেয়ে প্রয়াত বাবার জন্য চোখে জল বাংলার পেসার মুকেশের