বেঙ্গালুরু: একটা দলের সম্পদ ৪১ বারের রঞ্জি ট্রফি খেতাব। অন্য দলের অস্ত্র কৌশলগত ধার। রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালের প্রথম দিন মুম্বই বনাম মধ্যপ্রদেশের (Mumbai vs MP) দ্বৈরথের প্রথম দিন দেখা গেল দুই-ই। যেখানে শুরুটা দুর্দান্ত করলেন মুম্বইয়ের দুই ওপেনার - অধিনায়ক পৃথ্বী শ (Prithvi Shaw) ও যশস্বী জয়সবাল (yashasvi jaiswal)। মুম্বই ইনিংসের ভিতটা মজবুত করলেন দুজনে। আর শেষ লগ্নে মুম্বই ইনিংসকে ধাক্কা দিয়ে ম্যাচে প্রত্যাবর্তন ঘটালেন মধ্যপ্রদেশের বোলাররা। প্রথম দিনের শেষে মুম্বইয়ের স্কোর ২৪৮/৫।
চলতি রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে একতরফা দাপট দেখিয়েছে মুম্বই। যদিও খেতাবি লড়াইয়ে মধ্যপ্রদেশের কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ৪১ বারের চ্যাম্পিয়নদের। ফাইনালের প্রথম দিনের শুরুটা দুর্দান্ত করে মুম্বই। তবে দ্বিতীয় সেশনেই ম্যাচে ফেরে মধ্যপ্রদেশ। বাধ্য হয়েই নিতান্ত সতর্ক হয়ে তৃতীয় সেশন কাটিয়ে দিতে হয় মুম্বই ব্যাটারদের।
চিন্নাস্বামীতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মুম্বই। তারা দিনের প্রথম সেশনে ১ উইকেটের বিনিময়ে ১০৫ রান তোলে। লাঞ্চের আগে পৃথ্বী শ ব্যক্তিগত ৪৭ রানের মাথায় আউট হন। লাঞ্চের পরে লড়াইয়ে ফেরে মধ্যপ্রদেশ। তারা দ্বিতীয় সেশনে ৩টি উইকেট তুলে নেয়। যশস্বী জয়সবাল আউট হন ৭৮ রান করে। আরমান জাফর ড্রেসিংরুমে ফেরেন ২৬ রান করে। সুবেদ পার্কার ১৮ রান করে মাঠ ছাড়েন। চায়ের বিরতিতে মুম্বইয়ের স্কোর ছিল ৪ উইকেট ২০১ রান।
চায়ের বিরতির পরেই ব্যক্তিগত ২৪ রানে আউট হন হার্দিক তামোরে। মুম্বই দলগত ২২৮ রানে ৫ উইকেট হারায়। শামস মুলানিকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন সরফরাজ খান। মুম্বই প্রথম দিনের শেষে ৫ উইকেটের বিনিময়ে ২৪৮ রান সংগ্রহ করেছে। সরফরাজ ব্যাট করছেন ব্যক্তিগত ৪০ রানে। মুলানি অপরাজিত রয়েছেন ১২ রান করে।
প্রথম দিনে মধ্যপ্রদেশের হয়ে ২টি করে উইকেট নেন অনুভব আগরওয়াল ও সারাংশ জৈন। ১টি উইকেট নিয়েছেন কুমার কার্তিকেয়। যিনি বাংলার বিরুদ্ধে সেমিফাইনালে দুরন্ত ছন্দে ছিলেন।
আরও পড়ুন: ওয়ান ডে ক্রিকেটে নতুন কীর্তি, বীরু-আফ্রিদিদের পেরলেন বাটলার
আ