কলকাতা: ওড়িশার কাছে অপ্রত্যাশিত হারের পর কোয়ার্টার ফাইনালের অঙ্ক কষতে শুরু করে দিয়েছে। আর সেই অঙ্কে প্রধান কাঁটা হিসাবে হাজির হয়েছে ওপেনিং সমস্যা।


চলতি রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ওপেনিং সমস্যা লাগাতার ভুগিয়েছে বাংলাকে। বারবার ওপেনিং জুটি বদলেও লাভ হয়নি। আগের ম্য়াচে কর্ণ লালকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন তিনি। ওপেনিং মজবুত করতে কোয়ার্টার ফাইনালের আগে তাই বাংলা দলে অন্তর্ভুক্ত করা হল কাজি জুনেইদ সইফিকে। বাংলার অনূর্ধ্ব ২৫ দলের হয়ে যিনি ধারাবাহিকভাবে রান করেছেন। ঝাড়খণ্ডের বিরুদ্ধে অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে কাজিকে ওপেনার হিসাবে খেলানো হয় কি না, তা নিয়ে নানারকম কাটাছেঁড়া চলছে বাংলা শিবিরে।


তবে বাংলা শিবিরের কাছে ইতিবাচক খবর হচ্ছে যে, এই ম্যাচে খেলতে পারবেন শাহবাজ আমেদ। যিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের ভারতীয় দলে ছিলেন বলে ওড়িশার বিরুদ্ধে খেলতে পারেননি। তবে ঝাড়খণ্ডের বিরুদ্ধে স্পিনার-অলরাউন্ডারকে পেয়ে যাচ্ছে বাংলা।                                        


অবশ্য মুকেশ কুমারকে এই ম্যাচে পাওয়া যাবে না। ডানহাতি পেসার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে রয়েছেন। তাই এই ম্যাচে সেরা পেসারকে পাবে না বাংলা।                                          


ম্য়াচটি কল্যাণীতে খেলতে চেয়েছিল বাংলা। যাতে কল্যাণীতে থেকে টিম বন্ডিং আরও ভাল হয়। কিন্তু ম্যাচের সরাসরি সম্প্রচার হবে বলে ইডেনে হবে খেলা। যেহেতু সরাসরি সম্প্রচারের পরিকাঠামো অনেক ভাল রয়েছে ইডেনে।                        


 



কোয়ার্টার ফাইনালের বাংলা দল: মনোজ তিওয়ারি (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, সুদীপ কুমার ঘরামি, শুভঙ্কর বল, শাহবাজ আমেদ, অভিষেক পোড়েল, ঈশান পোড়েল, আকাশ দীপ, কাজি জুনেইদ সইফি, প্রদীপ্ত প্রামাণিক, গীত পুরি, প্রীতম চক্রবর্তী, সুমন্ত গুপ্ত, অঙ্কিত মিশ্র, আকাশ ঘটক ও দুর্গেশ দুবে।                                                                  



আরও পড়ুন: প্রিয় বিরিয়ানি না পেলে কি আর সেই রেস্তোরাঁয় যাবেন না? সমালোচনা উড়িয়ে বললেন ওয়াশিংটন