মুম্বই: সারা তেন্ডুলকরকে (Sara Tendulkar) নিয়ে কয়েকদিন আগেই হইচই পড়ে গিয়েছিল। ডিপফেক ভিডিওর (Deepfake Video) শিকার হয়েছিলেন সচিন-কন্যা। এবার খোদ সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) নিয়েই তৈরি হল ভুয়ো ভিডিও। ডিপফেক প্রযুক্তির ব্যবহার করে। যা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মাস্টার ব্লাস্টার।


দীপিকা পাডুকোন, আলিয়া ভট্ট, ক্যাটরিনা কাইফ, রশ্মিকা মান্দানার মতো বলিউডের এক ঝাঁক তারকাকে ডিপফেক ভিডিওর শিকার হতে হয়েছিল। সেই তালিকায় এবার যোগ হল সচিনের নাম। একটি গেমিং অ্যাপের প্রচারে দেখা গেল সচিনকে। অ্যাপটির নাম স্কাইওয়ার্ড অ্যাভিয়েটর কোয়েস্ট (Skyward Aviator Quest)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই অ্যাপ। তবে সচিন জানালেন, সেটি মোটেও তিনি নন। বরং ডিপফেক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। 


ভিডিওটিতে সচিনকে শুধু অ্যাপটির হয়ে প্রচার করতেই দেখা যায়নি, তাঁকে এটাও বলতে শোনা গিয়েছে যে, এই অ্যাপ থেকে তাঁর কন্যা সারা আর্থিকভাবে লাভবানও হচ্ছেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেই তীব্র বিরক্তি প্রকাশ করলেন মাস্টার ব্লাস্টার। প্রযুক্তির অপব্যবহার নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ বাইশ গজের কিংবদন্তি। দ্রুত পদক্ষেপও দাবি করেছেন সচিন।


 






সচিন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেই ভিডিওটিও পোস্ট করেছেন। লিখেছেন, 'এই ভিডিওটা ভুয়ো। প্রযুক্তির এরকম অপব্যবহার খুবই বিরক্তিকর। এইরকম ভিডিও, বিজ্ঞাপন এবং অ্যাপ দেখলেই রিপোর্ট করুন। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোরও সজাগ হওয়ার সময় এসেছে। অভিযোগ পেলে সেটা গুরুত্ব সহকারে দেখতে হবে। ভুয়ো তথ্য ও ডিপফেক রুখতে ওদের তরফে জরুরি পদক্ষেপ দরকার।' 


এর আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে সারা তেন্ডুলকর দাবি করেন 'এক্স'-এ কিছু এমন হ্যান্ডল তৈরি হয়েছে যারা ছদ্মবেশে নিজেদের সারা তেন্ডুলকর বলে দাবি করছে এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর 'ডিপফেক' ছবি ছড়িয়ে দিচ্ছে। একটি দীর্ঘ পোস্টে সারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা ও কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।


আরও পড়ুন: ম্যাচ ও সিরিজ জিতলেও লজ্জার এই রেকর্ড গড়লেন রোহিত





আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে