ইনদওর: পরপর তিনবার। রঞ্জি ট্রফি (Ranji Trophy) সেমিফাইনালে খেলারর হ্যাটট্রিক করল বাংলা। যদিও ট্রফি প্রত্যেকবার অধরাই থেকে গিয়েছে। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে মনোজ তিওয়ারিদের প্রতিপক্ষ মধ্যপ্রদেশ। যারা গতবারের চ্যাম্পিয়ন। এবং তার চেয়েও বড় কথা, মধ্যপ্রদেশের বিরুদ্ধে হেরেই গতবার শেষ চার থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাকে।


বুধবার থেকে ইনদওরের হোলকার স্টেডিয়ামে পাঁচ দিনের ম্যাচ শুরু হচ্ছে। মধ্যপ্রদেশকে হারিয়ে কি গতবারের পরাজয়ের প্রতিশোধ নিতে পারবে বাংলা?


মধ্যপ্রদেশের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit)। ঘরোয়া ক্রিকেটের চাণক্য বলা হয় তাঁকে। আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসাবে দেখা যাবে পণ্ডিতকে। মধ্যপ্রদেশ কোচের ক্ষুরধার মস্তিষ্ক কি বাংলার অন্তরায় হবে? বাংলার অন্যতম কোচ সৌরাশিস লাহিড়ী বলছিলেন, 'চন্দু ভাই (ঘরোয়া ক্রিকেটে এই নামেই পরিচিত চন্দ্রকান্ত পণ্ডিত) তো আর মাঠে নেমে খেলবেন না। ক্রিকেটারদেরই খেলতে হবে। তাই ওঁর স্ট্র্যাটেজির জন্য আমরা চাপে পড়ে যাব, তা মোটেও নয়। যারা ভাল ক্রিকেট খেলবে তারাই জিতবে।'


বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লর মতে, প্রতিপক্ষকে এক ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না। বাংলার কোচ বলছেন, 'এই পর্যায়ে থেকে ব্যর্থ হলে কেউ মনে রাখবে না। ছেলেদের বলেছি, নিজেদের সেরাটা উজাড় করে দাও এই ম্যাচে।' ম্যাচের অনুভূতি অনুশীলনেও রাখতে নেটেও রঞ্জির ট্রফির সাদা জার্সিতে প্রস্তুতি সেরেছে বাংলা দল। অধিনায়ক মনোজ তিওয়ারির উদ্যোগে দলের ড্রেসিংরুমে রঞ্জি ট্রফির ছবি লাগানো হয়েছে। যাতে প্রতি মুহূর্তে ক্রিকেটাররা নিজেদের নির্দিষ্ট লক্ষ্য অনুভব করতে পারেন।


রজত পাতিদারদের বিরুদ্ধে নামার আগে বাংলা দলে দুটি পরিবর্তন হচ্ছে বলে সূত্রের খবর। উইকেট দেখার পর টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তিন স্পিনার খেলানোর। এমনিতেই ওপেনিংয়ে অভিমুন্য ঈশ্বরনের জুটি কে হবেন, তা এখনও তৈরি করতে পারেনি বাংলা দল। ফের একবার ওপেনিং জুটি পরিবর্তন হতে পারে।


কোয়ার্টার ফাইনালে খেলা কাজি জুনেইদ সইফির পরিবর্তে দলে ফিরতে পারেন কর্ণ লাল। গ্রুপ পর্বে বেশ কয়েকটি ম্যাচে তিনি ওপেন করেছিলেন। সেভাবে সফল না হলেও তাঁকে ফেরানো হচ্ছে কারণ, কর্ণ অফ স্পিন বোলিংও করবেন। শাহবাজ আমেদের সঙ্গে স্পিন বিভাগকে শক্তিশালী করবেন তিনি। আরও একটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, বাঁহাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিককে খেলানো হবে। সেক্ষেত্রে একজন জোরে বোলার বসবেন। আর এখানেই কাকে বসানো হবে সেই নিয়ে দোটানায় টিম ম্যানেজমেন্ট।


শেষ দুই ম্যাচে আকাশ ঘটক ভাল বল করেছেন। মুকেশ কুমার, আকাশ দীপ, ঈশান পোড়েল তিনজনেই গোটা টুর্নামেন্ট জুড়ে সফল। ফলে এই চারজনের মধ্যে থেকে কাকে বসিয়ে প্রদীপ্তকে খেলানো হবে তা নিয়ে দোটানায় টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান কোচ লক্ষ্মী। বাকি দল অপরিবর্তিত থাকছে।


সেমিফাইনালের উইকেট কার্যত ব্যাটিং সহায়ক হতে চলেছে বলেই খবর। ম্যাচের পরের দিকে স্পিনাররা সাহায্য পাবেন। তাই দলে ভারসাম্য বজায় রাখার কথা ভাবছেন লক্ষ্মী-মনোজরা।


আরও পড়ুন: কাউন্টডাউন শুরু...ফটোসেশনেই নিজের লক্ষ্য বুঝিয়ে দিলেন রোহিত, সূর্যরা