রঞ্জি ট্রফিতে মন্থর উইকেটে বোলিং করার সময় রিভার্স স্যুইং শিখেছি, বলছেন বুমরাহ
Web Desk, ABP Ananda | 28 Dec 2018 04:58 PM (IST)
মেলবোর্ন: কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার কেরি ও’কিফ ভারতের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে কটাক্ষ করেছিলেন। মেলবোর্নে চলতি টেস্টের প্রথম ইনিংসে ভাল পারফরম্যান্স দেখিয়ে তাঁকে জবাব দিয়েছিলেন ময়ঙ্ক অগ্রবাল। আজ বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখানোর পর জসপ্রীত বুমরাহও বললেন, রঞ্জি ট্রফিতে খেলেই রিভার্স স্যুইং শিখেছেন। আজ বক্সিং ডে টেস্টের তৃতীয় দিন বুমরহার দাপটে প্রথম ইনিংসে ১৫১ রানে অলআউট হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। বুমরাহ ৩৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। ভারতীয় উপমহাদেশের প্রথম বোলার হিসেবে একই বছরে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্টে এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিলেন এই ডানহাতি পেসার। এই পারফরম্যান্সের পর তিনি বলেছেন, ‘আমি যখন বল করছিলাম, উইকেট খুব মন্থর হয়ে গিয়েছিল এবং বল নরম হয়ে গিয়েছিল। আমি মন্থর গতিতে এবং ফুলার স্লো বল করার চেষ্টা করছিলাম। মনে হয়েছিল ব্যাটসম্যানরা মারার চেষ্টা করলে সেই বল শর্ট কভার বা ডিপে যাবে। আমার সেই চেষ্টা সফল হয় কারণ বল রিভার্স স্যুইং করতে শুরু করেছিল। আমি যখন ঘরোয়া ক্রিকেটে একই ধরনের উইকেটে খেলি, তখন বল রিভার্স স্যুইং করে। আমি সেটা পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করি। আমরা প্রথম শ্রেণির ক্রিকেটের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করছিলাম। সেটাই আমাদের পরিকল্পনা ছিল।’ এ বছর দুর্দান্ত ফর্মে থাকা নিয়ে বুমরাহ বলেছেন, ‘আমি এতে অবাক হইনি। আমি যদি বলি নিজের উপর বিশ্বাস নেই, তাহলে কার বিশ্বাস থাকবে? আমি যে কোনও পরিস্থিতিকেই কাজে লাগানোর চেষ্টা করি। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও এখানে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আমি ভাল পারফরম্যান্স দেখাচ্ছি।’