সন্দীপ সরকার, কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলছে। অথচ নাগপুরে রোজ সন্ধেবেলা আড্ডা বসে যেত ত্রয়ীর। চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও জয়দেব উনাদকটের (Jaydev Unadkat)। বিষয়, রঞ্জি ট্রফির সেমিফাইনালে সৌরাষ্ট্র বনাম কর্নাটকের ম্যাচ। যে ম্যাচে শক্তিশালী কর্নাটককে হারিয়ে ফাইনালে উঠেছে সৌরাষ্ট্র। আর সেই কারণেই সৌরাষ্ট্রের তিন তারকা আন্তর্জাতিক সিরিজ চলাকালীনও ঘরোয়া ক্রিকেট নিয়ে খোঁজখবর নিতে বসে পড়তেন।


রঞ্জি ফাইনালের জন্য উনাদকটকে ছেড়ে দিয়েছে ভারতীয় দল। তবে পূজারা ও জাডেজা জাতীয় দলেই। যদিও নিয়মিত সৌরাষ্ট্রের সতীর্থদের সঙ্গে কথা বলছেন। খোঁজ নিচ্ছেন শেলডন জ্যাকসন-চেতন সাকারিয়াদের।


বাংলার সঙ্গে ফাইনালের আগের দিন উনাদকট বলছিলেন, 'পূজারা ও জাডেজা নিয়মিত খোঁজখবর নিচ্ছে। ওদের সঙ্গে যোগাযোগ রয়েছে। ওরাও ভীষণভাবে চায় সৌরাষ্ট্র ফের রঞ্জি চ্যাম্পিয়ন হোক।'


দিল্লির ফিরোজ শাহ কোটলায় কেরিয়ারের একশোতম টেস্ট খেলতে নামছেন পূজারা। উনাদকটের অঙ্গীকার, 'রঞ্জি ট্রফি জিতে সেই জয় পূজারাকে উৎসর্গ করতে চাই। ওর অনবদ্য কেরিয়ার আমাদের কাছে প্রেরণা।'


সৌজন্যের ছবি


ম্যাচের দুদিন আগেও প্রবল গোলাগুলি বর্ষণ চলছিল দুই শিবিরে। মনোজ তিওয়ারি (Manoj Tiwary) বলে দিয়েছিলেন, একপেশেভাবে রঞ্জি ফাইনাল জিতবে বাংলা। যার জবাবে জয়দেব উনাদকাট (Joydev Unadkat) বলেছিলেন, খেলাটা তো হবে মাঠে।


রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালের ২৪ ঘণ্টা আগে বাংলা ও সৌরাষ্ট্র (Ben vs Sau), দুই শিবিরে যুদ্ধের আঁচ আরও বাড়বে বলেই ধারণা ছিল সকলের। কিন্তু ম্যাচের আগের দিন সম্পূর্ণ অন্য ছবি ধরা পড়ল ইডেনে। শিঙা ফোঁকাফুঁকি নয়, সেখানে যেন সৌহার্দ্যের বার্তা।


প্র্যাক্টিসের শেষে মাঠ থেকে বেরনোর সময় মনোজ তিওয়ারি আচমকা শুনতে পেলেন ডাক, 'মন্ত্রী, ও মন্ত্রী।' ঘুরে দেখলেন মনোজ। হাত বাড়িয়ে এগিয়ে আসছেন উনাদকট। করমর্দন করলেন। বেশ কিছুক্ষণ আড্ডা দিলেন দুজনে। ইডেনে দিনের সেরা ফ্রেম।


কী কথা হল? মনোজ বলছিলেন, 'ও আমাকে দেখে মজা করে মন্ত্রী, মন্ত্রী বলে ডাকছিল। তারপর আড্ডা হল।' যোগ করলেন, 'জয়দেব আমার ছোট ভাইয়ের মতো। আমি আর ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছি। আমরা রুমমেট ছিলাম। প্রচুর গল্প করে, আড্ডা দিয়ে সময় কাটিয়েছি। একসঙ্গে প্লে স্টেশন খেলেছি প্রচুর।'


জয়দেবের গলাতেও সৌজন্য। বলছিলেন, 'মনোজ বলেছে ওরা এগিয়ে? ভাল তো। মাঠে ভাল খেলা দেখতে পাবেন সকলে।'


আরও পড়ুন: ছদ্মবেশী পিচ! রঞ্জি ট্রফির ফাইনালের আগে ইডেনের বাইশ গজ নিয়ে রহস্য