সন্দীপ সরকার, কলকাতা: তাঁকে বলা হয়, বাংলা ক্রিকেটের 'ক্রাইসিস ম্যান'। দল বিপদে পড়লেই চওড়া হয়ে ওঠে তাঁর ব্যাট। ২০/৩ বা ৪০/৪ স্কোর থেকে দলকে বিপন্মুক্ত করার গুরুদায়িত্ব গত তিন-চার বছর ধরে পালন করে আসছেন শাহবাজ আমেদ (Shahbaz Ahmed)। যে কারণে ফাইনালের আগের দিন বাংলার শেষ রঞ্জি জয়ী (Ranji Trophy) অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছিলেন যে, ম্যাচের রং পাল্টে দিতে পারেন শাহবাজ।


বৃহস্পতিবার শাহবাজ যখন ব্যাট করতে নামলেন, স্কোরবোর্ডে জ্বলজ্বল করছে ৬৫/৬। ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, অভিমন্যু ঈশ্বরণরা। খেলা দেখতে আসা হাজার তিনেক সমর্থকের মধ্যে তখন যেন শ্মশানের নীরবতা। ইডেন গার্ডেন্সের ক্লাব হাউস চত্বর থমথমে।


আর জ্বলে ওঠার জন্য এরকম পরিস্থিতিই খুঁজে নেন শাহবাজ। সৌরাষ্ট্রের সেরা বোলার জয়দেব উনাদকট। শাহবাজ প্রথম বলটাই খেললেন উনাদকটের ওভারের। আর প্রথম বল নিখুঁত ফ্লিক করে বাউন্ডারিতে পাঠালেন শাহবাজ।


চাপের মুখে ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন শাহবাজ। ১১২ বলে ৬৯ রান করলেন। শাহবাজের ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি। সপ্তম উইকেটে অভিষেক পোড়েলের সঙ্গে ১০১ রানের লড়াকু পার্টনারশিপ গড়লেন শাহবাজ। তিনি যখন আউট হয়ে ফিরলেন, উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন সমর্থকেরা। ততক্ষণে প্রাণ ফিরে পেয়েছে গ্যালারি। একটা সময় মনে হচ্ছিল একশো রানের ভেতর না অল আউট হয়ে যায় বাংলা। সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেছে বাংলা। চা পানের বিরতিতে বাংলার স্কোর ১৬৬/৭।


তবে শাহবাজ একবার প্রায় আউট হয়ে যাচ্ছিলেন। প্রেরক মাঁকড়ের বলে তাঁর খোঁচা সেকেন্ড স্লিপের হাতে যেতেই উৎসব শুরু করে দেন সৌরাষ্ট্রের ক্রিকেটারেরা। আম্পায়ার অবশ্য তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। বারবার রিপ্লে দেখেও বোঝা যাচ্ছিল না যে, বল সেকেন্ড স্লিপে দাঁড়ানো ফিল্ডারের হাতে পৌঁছনোর আগে মাটি স্পর্শ করেছিল কি না। শেষ পর্যন্ত শাহবাজকে নট আউট দেন তৃতীয় আম্পায়ার।


সৌরাষ্ট্রের বোলারদের মধ্যে সেরা চেতন সাকারিয়া। মাত্র ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ২টি করে উইকেট জয়দেব উনাদকট ও ধর্মেন্দ্র জাডেজার। এক উইকেট চিরাগ জানির।


টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকট। প্রথম ওভারেই বাংলা ইনিংসে ধাক্কা দেন তিনি। ঘড়িতে তখন বাদে ৯.০৬। উনাদকটের বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন অভিমন্যু ঈশ্বরণ। মাত্র ২৫ মিনিটের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা।        


আরও পড়ুন: একশো টেস্টে নামছেন পূজারা, গ্যালারিতে থাকবেন বিশেষ ২ জন