রাজকোট: পেটে বল লেগে আহত হয়ে রঞ্জি ট্রফি ফাইনাল থেকে ছিটকে গেলেন আম্পায়ার সি শামসুদ্দিন। বাংলার বিরুদ্ধে সৌরাষ্ট্রের ম্যাচের প্রথমদিন তিনি আহত হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় দিন তিনি মাঠে নামতে পারেননি। এই ম্যাচে তিনি আর মাঠে নামতে পারবেন না।


দ্বিতীয় দিনের প্রথম সেশনে প্রধান আম্পায়ার হিসেবে ছিলেন অনন্ত পদ্মনাভন। তাঁর সহকারী হিসেবে ছিলেন স্থানীয় আম্পায়ার পীযূষ কক্কর। তিনি শুধু স্কোয়্যার লেগে দাঁড়িয়ে থাকছিলেন। দ্বিতীয় সেশনে অনন্তর সঙ্গে যোগ দেন আম্পায়ার এস রবি। তৃতীয় আম্পায়ার হিসেবে কাজ চালান শামসুদ্দিন। তৃতীয় দিন পদ্মনাভনের সঙ্গে যোগ দেবেন আম্পায়ার যশবন্ত বারদে।

সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার এক কর্তা জানিয়েছেন, ‘সোমবার রাতে শামসুদ্দিনের পেটের ব্যথা বাড়ায় মঙ্গলবার সকালে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে এক সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।’