কলকাতা: অনুষ্টুপ মজুমদারের সংকল্পের সামনে নিষ্প্রভ কর্নাটকের বোলাররা। ইডেনে রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলার প্রথম ইনিংসে চন্দননগরের ব্যাটসম্যানকে আউটই করতে পারলেন না অভিমন্যু মিঠুন-কে গৌতমরা। ১৪৯ রান করে অপরাজিত রইলেন বাংলা ক্রিকেটের ‘রুকু’ (অনুষ্টুপের ডাকনাম)। বাংলাও শক্তিশালী কর্নাটকের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে লড়াই করার মতো স্কোর তুলল। বাংলার ইনিংস শেষ হল ৩১২ রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে কর্নাটক। তিন উইকেট হারিয়ে বসেছে তারা।

শনিবারের ২৭৫/৯ স্কোর নিয়ে খেলা শুরু করে রবিবার সকালে আরও ৩৭ রান যোগ করে বাংলা। ঈশান পোড়েলকে (৭ রান) ফেরান রনিত মোরে। যবনিকা পড়ে বাংলার ইনিংসের। অনুষ্টুপ ১৪৯ রানে অপরাজিত ছিলেন। কর্নাটকের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট অভিমন্যু মিঠুন ও রনিতের।

ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কর্নাটক। ইনিংসের প্রথম ওভারেই কর্নাটকের ওপেনার আর সমর্থকে (০ রান) ফেরান ঈশান পোড়েল। চন্দননগরের পেসার নিজের দ্বিতীয় ওভারেই তুলে নেন প্রতিপক্ষ অধিনায়ক করুণ নায়ারের (৩ রান) উইকেট। আকাশ দীপের বলে ফিরেছেন কৃষ্ণমূর্তি সিদ্ধার্থ (১৪ রান)। আপাতত ক্রিজে কর্নাটকের সেরা দুই ব্যাটসম্যান – জাতীয় দলের তারকা কে এল রাহুল (১৮ ব্যাটিং) ও মণীশ পাণ্ডে (৫ ব্যাটিং)। মধ্যাহ্নভোজের বিরতিতে কর্নাটকের স্কোর ৪৫/৩। বাংলা এগিয়ে ২৬৭ রানে।